ভুলের উর্ধ্বে কেউ নেই। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ভুল করে থাকি, ভুলগুলো মারাত্মক হয়ে ওঠে যখন বিভিন্ন সম্পর্কগুলোর ক্ষেত্রে ভুল করে থাকি। আবার নিজের করা কাজগুলোর মধ্যেও আমরা প্রতিনিয়তই ভুল করে থাকি। মাঝে মাঝে নিজের করা ভুলগুলো নিজেরাই ক্ষমা করতে পারিনা। সেক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের ভুলগুলো একসময় অনেক বেশি দুরত্ব তৈরি করে দেয়।
নিজের করা এমন অনেকে ভুলের খেসারত হয়তো সারা জীবনব্যাপী বয়ে বেড়াতে হয়, ঠিক সেই কারনেই আমরা নিজেকে ক্ষমা করতে পারিনা। প্রতিনিয়ত নিজের করা ভুলগুলোর জন্য নিজেকে দোষারোপ আর ধিক্কার দিতে থাকি, সত্যি বলতে এক সময় আর সুস্থ স্বাভাবিক জীবনে আর ফিরে আসা যায় না একমাত্র নিজেকে ক্ষমা করতে না পারার কারণে।
দেখবেন দুটো বন্ধু কি গভীর মিল, একসাথে মিলেমিশে সবকিছু করছে। কিন্তু হঠাৎ করেই কেউ আর কারো ছায়া মারাতে যায় না। কারন স্বরুপ বলা যায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা একে অপরের প্রতি করা ছোট্ট ভুল কেউ আর মেনে নিতে পারছেনা। ফলস্রুতিতে দুজন দুদিকে চলে যায় আর কখনো একত্রে খেলতে দেখা যায় না।
আবার ধরুন আপনার নিকট আত্মীয় তার সাথে আপনার পরিবারের একদমই দহরমমহরম সম্পর্ক। দুই বাড়ির খাবার প্রতিনিয়ত আদান-প্রদান হচ্ছে। হঠাৎ করেই কোন একটি পরিবারের করা ভুলের কারণে সম্পর্কে ফাটল ধরতে থাকে এবং দুটো পরিবার সম্পূর্ন আলাদা হয়ে যায়। দেখা যায় হঠাৎ করেই উঠানের মাঝখানে দেয়াল উঠে যায়।
নবদম্পতির মাঝে চমৎকার সম্পর্ক চলছে। হঠাৎ করেই ঘরে আগুন লাগতে শুরু করে ছোটখাটো ভুল ভ্রান্তি নিয়ে। কেন জানি কেউ কাউকে আর সহ্য করতে পারছেনা কারন কেউ কারো ভুল স্বীকার করতে রাজি না কিংবা ক্ষমা করতেই চাইছেনা। একপর্যায়ে ডিভোর্সের মতো ঘটনা ঘটে যায়।
উপরে যে উদাহরণ গুলো দিলাম এগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। যদি ব্যাপারগুলো এমন হতো যে বন্ধু ভুল করেছে অপর বন্ধু সেটা ক্ষমা করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে যেতো। নিকট আত্মীয় তার নিজেদের সম্মান এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখার স্বার্থে ভুলটা শুধরিয়ে দিয়ে হাসিমুখে মেনে নিতো। এদিকে স্বামী-স্ত্রী যদি ছাড় দেয়ার মানসিকতা এবং একে অপরকে ক্ষমা করে দিয়ে সুন্দর জীবন যাপনে মনোনিবেশ করতো তাহলে হয়তো ভবিষ্যত প্রজন্ম সুন্দর এবং সাবলীল জীবন যাপন করতে পারতো।
আরো একটা ব্যাপার তা হলে নিজেকেও নিজের ক্ষমা করতে হবে, কোন একটা ভুলের বোঝা আর দুশ্চিন্তা আজীবন বয়ে বেড়ানো বোকামি। যা করেছেন তা ভুল ভেবেই ঝেড়ে ফেলে দিন না, দেখবেন অনেকটাই হালকা অনুভব করবেন ভেতরে।
আমরা আসলে ছাড় দেয়া কিংবা ক্ষমা করে দেয়ার মানসিকতা হারাতে বসেছি যার ফলে সমাজে অধঃপতন অনিবার্য হয়ে পরেছে। এভাবে চলতে থাকলে একসময় মানবজাতি হুমকির মুখে পরে যাবে।
ক্ষমা মহৎ গুণ যা প্রতিটি ধর্ম গ্রন্থে স্পষ্ট লিখা রয়েছে, তাই আসুন আমরা ছাড় দেয়া কিংবা ক্ষমা করার মানসিকতার চর্চা করি, একটা সময় সত্যিই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

ক্ষমা মহৎ গুণ একদমই ঠিক বলেছেন। চমৎকার কিছু যুক্তি দিয়েছেন। ক্ষমা কারি ব্যাক্তিকে সৃষ্টিকর্তাও ভীষণ পছন্দ করেন। আমরা যদি এক জন আর একজন এর ভুল গুলো ধরে ক্ষমা করে দেই তাহলে সুন্দর মন মানসিকতা তৈরি হবে। তাহলে আমাদের জীবন আরো সুন্দর হবে। আপনার লেখা জেনারেল রাইটিং গুলো সব সময়ই শিখনিও থাকে। আপনার লেখা বরাবরই ভীষণ ভালো লাগে। পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক এই কামনাই রইল ❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ মাত্রই ভুল। জীবনে প্রত্যেকেই ভুল করে থাকে। সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্কের মধ্যেই দূরত্ব বেড়ে যায়। সব ক্ষেত্রে ক্ষমা সত্যিই মহৎ একটা গুণ। এই ক্ষমার মাধ্যমে মহৎ মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। অন্যের ভুলকে বড় করে না দেখে ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ। নিজের কোন ভুল কাজের জন্যও নিজেকে ক্ষমা করে দিতে হবে , না হলে জীবনে অশান্তি থেকেই যাবে। ক্ষমা নিয়ে আপনার লেখা কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দেওয়া প্রতিটি উদাহরণ আশেপাশে খুব দেখা যায়। আসলে ভুল করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই ভুলটাকে আমরা ক্ষমা করতে না পারায় আমাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। ক্ষমা মহৎ গুণ এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। ক্ষমা করার মতো মানসিক সামর্থ্য আসলে সবার থাকে না যেটা আমার মনে হয়। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটখাটো ভুল থেকেও সম্পর্কে অনেক সময় ফাটল ধরে। ভুলটা আমাদের মাঝে প্রতিনিয়ত হচ্ছে। আর মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল বোঝারও ক্ষমতা থাকতে হবে। মনের ভেতর সৎ মনুষত্ব যাদের আছে তারাই একমাত্র ক্ষমা করতে পারে। কারণ বর্তমান সমাজে আমরা সহজে কেউ কাউকে ছাড় দিতে চাই না। তারপরও আমাদেরকে মহৎ গুনটি চেষ্টা চালিয়ে যেতে হবে প্রয়োগ করার জন্য। বেশ সুন্দর লিখেছেন ক্ষমা মহৎ গুণ। পড়েখুব ভালো লাগলো ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া ক্ষমা একটি মহৎ গুন আমরা সবাই জানি কিন্তু কয়জনে বা মানি।তবে এটা সত্য ভুল মানুষ মাত্রই হয়। যে কেউ যদি আগে ক্ষমা করে দেয় তাহলে হয়তো পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর হয়ে ওঠে। সকলের ছোট ছোট ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখলে আমাদের মন মানসিকতা অনেক ভালো হবে পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এটা কিন্তু সত্যি, সবার জীবনের কিছু কিছু ভুল হয়েছে যেগুলো ক্ষমা করা যায় না। তবে এটা কিন্তু সত্যি ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আপনি বাস্তবিক একটা টপিক তুলে ধরে, বেশ কিছু কথা নিয়ে আজকে এই পোস্টটা লিখেছেন, যার মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরেছেন। মাঝে মাঝে আমাদের নিজেদের ভুলগুলো কেও আমরা ক্ষমা করতে চাই না এটা ঠিক। বাস্তবিক কথাগুলো তুলে ধরে পোস্টটা লিখে সবার মাঝে তুলে ধরে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া আসলে ক্ষমা একটি মহৎ গুণ। আপনি যে উদাহরণগুলো আমাদের মাঝে দিয়েছেন এই উদাহরণগুলো সত্যিই বাস্তব লেগেছে আমার কাছে। কিন্তু আমাদের উচিত কোন একটা ভুলের জন্য কারো সঙ্গে এরকম আচরণ না করা আমাদের উচিত বরাবরই ক্ষমা করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এতে করে আমাদের মধ্যে বন্ধন অটল থাকবে সবসময়। আর নিজের ভুলগুলো নিয়ে কখনোই চিন্তা ভাবনা করা উচিত নয় যেটা শেষ হয়ে গিয়েছে সেটাকে শেষ করে দিয়ে নতুন করে আবার শুরু করা উচিত। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। এটা সত্যি আমাদের জীবনে আমরা কেউই ভুলের উর্ধ্বে নই।আমাদের সব সময় ভুল ধরে থাকলে তাতে সম্পর্ক গুলো প্রতিনিয়ত নষ্ট হতে থাকবে।তাই ভুল হলে বা ভুল করলে আমাদের ক্ষনা করে দেয়ার মন মানসিকতা তৈরি করতে হবে।আর এতেই সম্পর্ক গুলো আমাদের ঠিক থাকবে।সুন্দর কিছু উদাহরন দিয়ে বুঝিয়ে দিলেন।খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই আপনি যে উদাহরণ গুলো দিয়েছেন, সেগুলো বর্তমান সমাজে অহরহ ঘটে চলছে। কিন্তু এইসব ঘটনা গুলো খুব সহজেই মীমাংসা হয়ে যেতো, যদি একে অপরকে ক্ষমা করে দিতো। আসলেই ক্ষমা একটি মহৎ গুণ। আমরা চাইলেই ভুলগুলো ক্ষমা করে দিয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারি। কারণ মানুষ মাত্রই ভুল। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit