“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৬২০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১১৮। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৩৭ জন।
হ্যাংআউট-১৯২
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময় হওয়ার আগেই চলে আসেন, তারপর হ্যাংআউট নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। এরপর প্রকৃতি ও পরিবেশ নিয়ে কথা বলেন, তার ওখানে বেশ বাতাস শুরু হয়েছে, হয়তো কিছু সময়ের মাঝে ঝড় শুরু হতে পারে তাই নেটওয়ার্ক খুব একটা ভালো না। কতটা সময় নেটওয়ার্ক ঠিক থাকবে সেটাও বলা যাচ্ছে না। এরপর সকলের সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। তারপর সবাইকে কাংখিতভাবে সহযোগিতা করার আহবান জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, খুব বেশী কিছু বলার নেই যেহেতু শারীরিকভাবে কিছুটা অসুস্থ। গেষ্ট ব্লগারদের সুযোগ দেয়া সত্বেও তারা সেটা গ্রহণ করতে পারছেন না এবং নিয়মিত পোষ্ট করছেন না। এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস বেশ ভালো আছে এবং সবাই ডেইলি টাস্কগুলোও ঠিক মতো সম্পন্ন করছেন। তবে PUSSTEEM নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, অনেক নতুন ইউজার ঠিক মতো রেজিষ্ট্রেশন করতে পারলেও অনেক ভেরিফাইড ইউজার সেটা করতে পরছেন না বিষয়টি সত্যি দুঃখজনক আমাদের। যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নাই তাদের সেটা দ্রুত করে নেয়ার অনুরোধ করছি, কারন আমরা এখন হতে পোষ্ট নমিনেশন করার পূর্বেই চেক করে নিবো, যদি রেজিষ্ট্রেশন না করেন কিংবা যথেষ্ট পুশ না থাকে তাহলে পোষ্ট কিউরেশনে যাবে না। ধন্যবাদ।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, ইতিমধ্যে বেশিরভাগ ইউজার PUSSTEEM এ একাউন্ট করে ফেলেছেন তবে অনেকেই যে কমন ভুলটা করছেন সেটা হলো একাউন্ট খোলার পর যে এক টিআরএক্স পাঠিয়ে এড্রেসটা এ্যাকটিভ করে নিতে হবে সেটা করেন নাই। এই ব্যাপারে ওয়েভ সাইটেই সব কিছু দেয়া ছিলো, একাউন্ট খোলার সময়ই সেটা দেখানো হয় কিন্তু সেগুলো না পড়েই আপনি যখন সরাসরি পুশ ডিপোজিন করবেন তখন কিন্তু সেটা ব্যালেন্সে দেখাবে না। আর ব্যালেন্স না দেখালে পোষ্ট নমিনেশন মিস যাবে। এরপর সুমন ভাই একটা লিংক শেয়ার করেন, তারপর সবাইকে গাইড করেন এখানে একদম শেষে নিজের আইডি বসালেই তাৎক্ষনিকভাবে পুশ ব্যালেন্স দেখতে পারবেন।
এরপর বলেন আমরা সাজেষ্ট করি সব সময় আপনার ইপুশ ব্যালেন্স ১০০-র উপরে রাখবেন। আর ৫০ এর নিচে নেমে আসলে আমরা তখন পোষ্ট নমিনেশনে দেয়ার বিষয়ে সতর্ক থাকবো। কারণ এমন হতে পারে যখন আপনার ব্যালেন্স অনেক নিচে নেমে আসছে আর সেখানে বড় সাপোর্ট এর জন্য আপনার পোষ্ট নমিনেশন করা হলো কিন্তু পর্যাপ্ত পুশ ব্যালেন্স না থাকার কারনে সেখানে সাপোর্ট পড়বে না। এই জন্য সেফ অবস্থানে থাকার জন্য ১০০-র উপরে পুশ রাখবেন। কমিউনিটির বাহিরে আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরও বলতে পারেন পুশ বার্ন করে তারাও সাপোর্ট নিতে পারবেন। তবে পুশ কোয়ালিটি ভালো হতে হবে। সিস্টেম সবই একই, কমিউনিটির বাহিরের পোষ্টগুলো আলাদাভাবে কিউরেশন করা হবে। পাওয়ার প্রতিযোগিতার ফলাফল একটু পরেই দেয়া হবে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, এ সপ্তাহে মোট ৪৪৪ টা পোস্ট টুইটারে টুইট হয়েছে। সক্রিয় ছিলেন ৪৮ জন সদস্য এবং প্রধান তালিকায় ছিলেন ২৯ জন সদস্য। সবদিক বিবেচনা করে, টুইটার অফ দ্যা উইক হয়েছেন নীলম সামন্ত। তাছাড়া মোটামুটি সকলের টুইটার অ্যাক্টিভিটিস ছিল বেশ ভালো, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন।আগের থেকে বেশিরভাগ ইউজারদের এক্টিভিটিস অনেকটাই কমে গিয়েছে, বিশেষ করে একটিভ ইউজারদের অ্যাক্টিভিটিস অনেকটাই কমে গিয়েছে, পোস্ট সংখ্যা কমে যাচ্ছে,ডিসকর্ড এ তেমন নিয়মিত নন,এবিবি ফ্যান অল এ গুটি কয়েক ইউজার ছাড়া আপনার নিয়মিত কবিতা ও ফান কোশ্চেন গুলো দিচ্ছেন না, এছাড়া ঐ সকল পোস্টগুলোতে নিয়মিত কমেন্টস ও তেমন করছেন না।সব কিছুতেই একটু অনীহা দেখা যাচ্ছে।বিয়য়গুলো খেয়াল রাখবেন, এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, এবিবি কিউরেশনে ডেলিগেশন করতে পারেন, এছাড়া পুশ স্টেক করে বাড়তি সাপোর্ট নিশ্চিত করতে পারেন । তারপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে বলেন। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান। এখানেও নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন। এরপর পুশস্টিম নিয়ে কথা বলেন, সুমন ভাই যেভাবে গাইডলাইন দিয়েছেন সেভাবে সবাইকে নিয়মিত পুশ ব্যালেন্স চেক করতে বলেন। এরপর এবিবি শো নিয়ে কথা বলেন, এই সপ্তাহে উন্মুক্ত আড্ডা হবে, সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন।
তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, সাথে একটু বাড়তি সার্পোট দেয়া হচ্ছে। এরপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারীর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন সহজেই। এরপর এবিবি ফান ফর অল নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভাবে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুরুতেই দাদা PUSSTEEM নিয়ে কথা বলেন, ওটাতো সহজ একদম, আরো কিছু তথ্য সংযুক্ত করা হবে। সেগুলো তো পড়তে হবে আপনাদের। আন্দাজে একাউন্ট খুললে হয় না, সেগুলো পড়ে পড়ে নিতে হয়। প্রথমেই বলা হয়েছে স্টিমিট আইডি দিতে, এখন স্টিমিট আইডি ভুল দিলে একাউন্ট খুলতে পারবেন না কারণ ওখানে স্টিমিট আইডি ভেরিফাই করার একটা স্ক্রিপ্ট আছে। তারপর ইমেইলটা সঠিক দিতে হবে, প্রয়োজনে বার বার দেখে নিবেন। এরপর পাসওয়ার্ড দিবেন। এরপর নিচের দিকে দেখবেন একটা এনিমেশন আছে যেটা ঘুরতে ঘুরতে বলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন গেছে, এখানে লিংকটা যদি আপনি না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু অধিকাংশ সময়ে সেটা স্প্যাম কিংবা জাঙ্ক ফোল্ডারে জমা হয়। সেখানে ঢুকে জাস্ট লিংকটাতে একটা ক্লিক করলেই ইমেইল ভেরিফাই হয়ে যাবে। ইমেইল ভেরিফাই যদি না করেন আপনি তাহলে ডিপোজিট এড্রেসটা পাবেন না।
সেখানে একটা ম্যাসেজ সংযুক্ত করে দিবে, যাতে লিংকটা রিসেন্ড করার সুযোগ থাকে। কারণ ইমেইল এড্রেস ভেরিফাই না করলে ডিপোজিট এড্রেস জেনারেট হবে না। ডিপোজিট এড্রেস জেনারেট হলে এরপর কি কাজ? জাস্ট ১ টিআরএক্স পাঠাতে হবে তারপর দেখবেন আপনার এড্রেসটা এ্যাকটিভ হয়ে যাবে। এক টিআরএক্স পাঠাতে হবে বেশীও না কমও না, বেশী পাঠালে সেটা আপনার লস, সেটা আর ফেরত পাবেন না কারণ এগুলো সব বার্ন ওয়ালেট তাই ফেরত পাওয়ার কোন সুযোগ নেই। ১ টিআরএক্স পাঠানো মেক্সিমাম ৫ মিনিট পর দেখবেন লাল কালার এর লেখাটা আর আসবে না যে ১ টিআরএক্স পাঠানোর। এ্যাকটিভ হওয়ার পরই পুশ ডিপোজিট করবেন সেই এড্রেসে। সর্বোচ্চ ১০ হাজার এবং সর্বনিন্ম ১ হাজার পুশ ডিপোজিট করবেন।

এরপর ব্যালেন্স চেক করবেন, সেখানে যদি ব্যালেন্স শো না করে তাহলে বুঝবেন কোন সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেকেই এড্রেস এ্যাক্টিভেটেড না করেই ডাইরেক্ট পুশ পাঠিয়েছেন তাদের কিন্তু ব্যালেন্স জিরো আছে, ব্যালেন্স জিরো থাকলে ভোট পাবেন না। আর কোন সমস্যা হলে সাথে সাথে সাপোর্ট টিকেট ক্রিয়েট করে সহযোগিতা নিবেন। এরপর দাদা বলেন এই সপ্তাহের টুইটার (এক্স) অব দ্যা উইক neelamsamanta, তাকে উদ্দেশ্য করে বলেন, উনি একবার ৫০০ পুশ ডিপোজিট করেছিলেন কোন কারণে উনার একাউন্ট হতে ব্যালেন্স মাইনাস হচ্ছে না সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। তাকে আরো ৫০০ পুশ ডিপোজিট করার অনুরোধ করেন।
এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আরিফ ভাই যেহেতু বাহিরে ছিলেন সেহেতু আমি সেগমেন্টটি পরিচালনা করি আর আমাকে সহযোগিতা করেন এ্যাডমিন সুমন ভাই। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর ৪টি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে । তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে ৫টি কুইজ করা হয় এবং বিজয়ীদের পরবর্তীতে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে
@bristychaki গান এবং
@saymaakter কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করা হয়।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher





VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy



Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছি। ফলে নিয়মিত থাকতে পারছি না৷ যাইহোক, আমায় নওরিন আপু ডি এম করাতে আমি সাথে সাথে ৫০০ পুশ ডিপোজিট করেছিলাম সেদিনই। তার পরেও কি আবারও করতে হবে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। প্রতিটি বিষয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। তথ্যবহুল একটি পোস্ট দারুণভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন হ্যাংআউট গুলোতে আগের মত মজা হয় না। জাষ্ট প্রশ্ন পর্বটাই ভালো লাগে। আমার মনে হয় প্রশ্ন আর কিছু বাড়ালে ভালো হতো। আমরা সবাই আবার আগের মতই আনন্দ করতে চাই। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান আমাদের কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় হলো PUSSTEEM।আবার অনেকেই বিষয়টাকে এখন অব্দি বুঝে উঠতে পারেনি।আশা করি, আমারা প্রত্যেকেই কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করবো।গত হাংআউটার প্রত্যেকটা বিষয়কে আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি সাপ্তাহিক হ্যাংআউট এর জন্য। যদিও হ্যাংআউটে এখন আগের মতো মজা হয় না। তবে কুইজ পর্বটা বেশ উপভোগ করে থাকি। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে সপ্তাহ জুড়ে অপেক্ষা করি হ্যাংআউট শোনার জন্য। হ্যাংআউট হচ্ছে আমাদের মিলন মেলা। যদিও হ্যাংআউট এ উপস্থিত ছিলাম কিন্তু তেমন শোনতে পারিনি। যাইহোক পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit