হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি। আমি যখন গ্রামের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম এখানে গ্রামের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার পেশায় তারা সব সময় ব্যস্ত থাকে।আসলে গ্রামের ভিতরে চারদিকের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং খোলামেলা মাঠ এবং মানুষের কর্মব্যস্ততা সবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দময়।
 |
 |  |
গ্রামীণ জীবনের একটি অপরিহার্য অংশ হলো কৃষক ও তার ফসলের জমি। সকালে সূর্য ওঠার আগেই কৃষক মাঠে বেরিয়ে পড়েন। কাঁধে কাস্তে, হাতে জলপাত্র—এই সামান্য সরঞ্জামই যেন তার জীবনের বড় ভরসা। জমির মাটি নরম হলে কৃষকের মনও নরম হয়ে ওঠে, আর শক্ত হলে সেই মাটিকেই নরম করতে ঘামে ভিজে যায় তার গা। কেউ ধান রোপণ করছে, কেউ আবার গম কাটছে—সবাই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।বৃষ্টির সময় ধানগাছের মাথায় জলছোঁয়া দেখে কৃষক যেন স্বপ্ন দেখে সোনালি ধানের। দুপুরের রোদে ক্লান্ত হলেও একটা তৃপ্তি থাকে তার মনে পরিশ্রমের ফল মধুর হবে।
সন্ধ্যায় জমি থেকে ফিরে পরিবারের সঙ্গে বসে খাওয়ার সময় তার মুখে শান্তির হাসি। এই জীবন কঠিন, কিন্তু গর্বের। কারণ একজন কৃষকই দেশের খাদ্যসংস্থানের মূল ভিত। গ্রামের কৃষকের জমির সঙ্গে তার সম্পর্ক শুধু কাজের নয়, ভালোবাসারও। যাইহোক, আজকের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।
আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ |

ফোনের বিবরণ!
| |
ক্যামেরা | VIVO Y81i |
ক্যমেরা মডেল | vivo 1812 |
ক্যাপচার | @hanif3206 |
অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |


Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন



https://x.com/HaniferMd/status/1915409699052409112?t=e9M8Eb-F03epIjGw-IaSlA&s=19
https://x.com/HaniferMd/status/1915410896047743087?t=aaekfyJoTH2tCUowqlm4mA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার সকালগুলো জীবন্তই হয়ে থাকে। ওখানে একটা প্রাণের স্পন্দন পাওয়া যায় যেটা শহর অঞ্চলে পাওয়া যায় না। বেশ দারুণ লাগল আপনার পোস্ট টা। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। এবং বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit