আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু কথা মাঝেমধ্যে মস্তিষ্কের মধ্যেই ঘুরপাক খেতে থাকে।ব্যাপারখানা এমন নয় যে সে বিষয়টি সম্পর্কে বিশাল ভাবনা চিন্তা করছি কিংবা বিশাল সময় নিয়ে বিষয়টি ভাবতে বসেছি তেমনটাও নয়।কিন্তু যতোই ভাবতে না চাই কিংবা ভুলে যেতে চাই।তাও কি সব ভোলা যায়?চাইলেই কি কোনো কোনো চিন্তা মাথা থেকে এক্কেবারের জন্য ছুড়ে ফেলা যায়?ভুলে যাওয়া যায়?নাহ,যায় না।আমরা চাইলেই কোনোকিছু হুট করেই ভুলে যেতে পারিনা।হুট করেই মাথা থেকে সবটা বের করে দিতে পারিনা।তবে আমার মনে হয় হুট করে সবটা ভুলে যেতে পারলে বিশেষ মন্দ হতো না, তাই না?মানে আমাদের দুঃস্বপ্ন,খারাপ মূহুর্ত,দুশ্চিন্তা এসব নিমিষেই আমরা ভুলে যেতে পারতাম।কিন্তু তার কোনো উপায় নেই।
তেমন একটা ব্যাপার হলো 'মৃত্যু'। হুট করেই একদিন চলে যাবো না ফেরার দেশে। হয়তো কাওকে হাসিয়ে আবার কাওকে কাঁদিয়ে।হাসলেও কদিন হাসবে?বা কাঁদলেও ক দিন কাঁদবে বলতে পারেন?আমি যদি বলি বেশিদিন নয়।তাহলে বিশ্বাস করবেন?তবে সত্যি হলো বিশ্বাস করুন বা না করুন,সত্যিই বেশিদিন আমাদের স্মৃতির অস্তিত্ব এ পৃথিবীতে থাকবেনা।চোখ বুঝলেই সব শেষ।সবটাই শেষ আমাদের। পৃথিবী পৃথিবীর আপন গতিতেই চলবে।তফাৎ শুধু তখন আমরা ছিলাম,এরপর আমরা থাকবোনা,এতুটুকু ই।এর বেশি একটুও কোনো তফাৎ হবে না।
এটা যতোবার ভাবি ততোবার যেনো একটা ঘোর এর মধ্যে চলে যাই।কিসের ভোর তাই ভাবছেন তো?ঘোরটা আসলে ভয়ের। এতো এতো পাপের পর সৃষ্টিকর্তার কাছে কি নিয়ে দাঁড়াবো!এটা ভাবলেই কেমন যেনো দুশ্চিন্তা বাসাবাঁধে মনের মাঝে।মাথাটা ঝিমঝিম করে অশান্তিতে।কিসের অশান্তি ভাবছেন?এই যে অপরাধ বোধের দুশ্চিন্তা, কিছু নিতে না পারার দুশ্চিন্তা,চোখ বুঝলেই সবকিছুর ইতি তা সহ্য না করতে পারার জ্বালা।মাঝেমধ্যে এসব এলোমেলো চিন্তারা মাথায় ভর করে।আর সেসব এর জট খুলতে খুলতেই দুশ্চিন্তার অতলে ডুব দেই মাঝেমাঝে।