আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের বাংলাতে একটা প্রবাদ বাক্য রয়েছে। সেটা হলো শক্তের ভক্ত এবং নরমের যম। আসলে এখানে সত্যের ভক্ত বলতে আমরা সব সময় যেটা দেখি কিংবা সবসময় যেটা আসলে বুঝতে পারি। সেটা হলো, যে মানুষেরা শক্ত, যে মানুষেরা আসলে অনেক বেশি কঠিন। তাদেরকে আসলে সকলেই অনেক বেশি ভয় পায়। কারণ তাদেরকে আসলে সকলে কিছুটা সমীহ করে চলার চেষ্টা করে। কারণ তারা বেশিরভাগ সময় আসলে জোর খাটাতে পছন্দ করে কিংবা তারা আসলে নিজের বক্তব্য গুলো সকলের সামনে খুব শক্তভাবে উপস্থাপন করে কাউকে ভয় পাওয়া ছাড়াই।
আবার এমন অনেক মানুষ রয়েছে। যারা এতোটাই নরম যে, তাদেরকে যা ইচ্ছা তা বলেই চলে যাওয়া সম্ভব হয়। অর্থাৎ তাদেরকে মানুষ সব সময় কষ্ট দিতেই পছন্দ করে। আর বেশিরভাগ সময় কষ্ট লাগে তাদেরকে দেখে। অর্থাৎ তারা আসলে অনেক বেশি হেনস্থার শেখার হয়। কারণ ওই যে তারা যে নরম, তারা যে একটা ভদ্রতা ছাড়তে পারে না সেটাই যেনো তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় একটা সময় গিয়ে।
ঠিক সে কারণে আসলে তাদেরকে মানুষ সব সময় কর্নার করতে রাখে এটা ওটা বলে এবং সবচেয়ে বেশি খারাপ ব্যাপার হলো তার আশেপাশে মানুষজন দেখতে থাকে যে তাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু তাও তারা কিছুই বলে না। কারণ আজকালকার সময়ে আসলে একজনের জন্য অন্য জন কথা বলবে, এমন মানুষ খুঁজে পাওয়াটাও খুব কঠিন। কারণ এখনকার মানুষেরা সবাই নিজ নিজ কর্তব্য, নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত। অর্থাৎ অন্য মানুষের সাহায্যের জন্য নিজেকে এগিয়ে দেওয়ার মন এখন আমাদের কারোরই নেই বললেই চলে।