আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সাধারণত অনেকবার অনেক ভাবেই ঠকে থাকি। কারণ মানুষের জীবনের একটি অভ্যাস হলো, আমরা প্রতিবার একই ভুল বারবার করি। যেমন করে পরীক্ষার খাতাতে একই পড়া বারবার পড়া সত্ত্বেও ভুলটাই করে আসি। ঠিক একই ভাবে জীবনের ক্ষেত্রেও তেমনটাই করি।
তার একটি উদাহরণ যদি আমি বলি। তাহলে সেটা হলো ভালো মানুষ। অর্থাৎ ভালো মানুষেরা সব সময় কিন্তু ঠকে যায়। কারণ তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদেরকে সব সময় সকলে ঠকায়। অর্থাৎ সে যদি কোনো মানুষের জন্য ভালো কিছুও করে। তাও আসলে তাকে সব সময় খারাপটাই প্রতিদান হিসেবে দেওয়া হয়। কারণ ওই যে সে মানুষের ভালো করতে চায়। তাই আসলে ভালো মানুষের কপালে দুঃখ একটু বেশি থাকে এবং সে প্রতিবার ঠকে যায়।
নাহ, আমি নিজেকে ভালো মানুষ দাবি করছি না কিংবা নিজেকে ভালো মানুষ দাবী করে আসলে কোন লাভ নেই। কারণ ভালো মানুষ আমি বোধ হয় না। কিন্তু আমি একটা ব্যাপার আমার নিজের জীবন দিয়ে দেখেছি। সেটা হলো, যতোবারই অন্য কাউকে সাহায্য করতে গিয়েছি, যতোবারই নিজের ক্ষতি করে হলেও অন্যের সাহায্যে এগিয়ে এসেছি। ততোবার আমাকে ঠকতে হয়েছে এবং এটা শুধু আমার ক্ষেত্রেই নয়, আমি প্রতিটা মানুষের ক্ষেত্রেই দেখেছি।
আমার বাবা সব সময় একটা কথা বলেন যে, আসলে কোনো কিছু করার পরে তার প্রতিদান চাওয়া ঠিক নয়। কিন্তু আমার কথা হলো এখানে আমি প্রতিদান তো চাইছি না। কিন্তু যে আমার ভালো করছে কিংবা আমি যার ভালো করছি। সে কিভাবে আমার খারাপ করে, সে কিভাবে আবার আমাকে ঠকায়। সেটাই আমার মাথাতে আসে না।