আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের এ পৃথিবীতে কতো রকমের মানুষ রয়েছে।নানান মানুষ নানান ভেস যেমন একটি কথা রয়েছে।ঠিক তেমটাই কতো কতো রকমের যে মানুষ রয়েছে। সেটা আসলে আঁচ করতে পারাটাও অনেক মুশকিলের।আর সেগুলো বলা চলে ভালো খারাপ মিশিয়েই।অর্থাৎ কেও ভালো হবে কেও খারাপ হবে,ব্যাপারগুলো তো এমনটাই।কিন্তু কিছু কিছু ভালো দেখলে যেমন আমরা চমকে যাই। ঠিক তেমন কিছু কিছু খারাপ দেখলেও আমাদের কথা বলা উচিত।তার মধ্যে অন্যতম হলো,
" দেখানো ইবাদত " ।
এ ধরনের মানুষদেরকে আমি ব্যক্তিগতভাবে খুব অপছন্দ করি। কারণ আমি সত্যি কথা বলতে এরকম অনেক মানুষ দেখি। যারা ইবাদত করে শুধু মাত্র অন্যকে দেখানোর জন্য এবং তারা আমার মন থেকে পর্যন্ত করে না। আর আসলে যে ইবাদত মন থেকে করা হয় না। সে ইবাদতের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। অর্থাৎ আমি এখানে অন্য মানুষকে ইবাদত দিয়ে কথা বলার কেউ নই। কিন্তু যখন আসলে এভাবে মানুষ সামনাসামনি ভন্ডামি করে এবং শুধুমাত্র ভালো সাজতে ইবাদত করে। তখন সত্যিই খুব অবাক লাগে।
ইবাদত সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। ইবাদত কখনোই কোনো মানুষকে দেখানোর জন্য করা উচিত নয়। কারণ ইবাদত একান্তই সৃষ্টি কর্তার জন্য। তাই যেটা সৃষ্টি কর্তার জন্য। সেটা মানুষকে দেখানোর মতো প্রবৃত্তি দেখানো অন্যায়। অথচ তারাই শুধুমাত্র নকল একটি বেশ ধারণ করে। তখন সেটা মেনে নেওয়া সত্যি খুব কষ্টের হয়ে যায়।তাই আসলে যারা দেখানো ইবাদত করে থাকে। তাদের সময় থাকতে সচেতন হওয়া উচিত। কারণ দেখানো ইবাদত কখনো কোনো মানুষের জন্য ভালো হতে পারে না। কারণ তখন আসলে ইবাদত এর উপরে মানুষের একটি ভুল ধারণা জন্মায়। তাই এটা করা উচিত নয়।