বাংলা ভাষার কমিউনিটি
এশো হে বৈশাখ, এসো এসো-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে বৈশাখী মেলায় যাওয়ার দ্বিতীয় পর্ব শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে গত মাসে আমাদের দেশে বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন করা হয়েছে। প্রতি বছর খুব ঘটা করেই বাংলা ভাষাভাষী অঞ্চল সমূহে এই দিবসটি পালন করা হয়। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ কে কেন্দ্র করে গ্রামে গ্রামে বসে মেলা বা বান্নি। সেই মেলাতে গিয়ে ক্যাপচার করেছি প্রচুর ফটোগ্রাফি। আজকে সেই মেলার দ্বিতীয় পর্ব দেখার সুযোগ এসেছে। আজকে রয়েছে মৃৎশিল্পের আসবাব পত্র।
মেলায় দেখার সুযোগ হয়েছে মৃৎশিল্পের জিনিসপত্র। এক সময় মৃৎশিল্পের জয়জয়কার ছিল। গ্রামগঞ্জের আনাচে কানাচে মৃৎশিল্প দেখা যেতো। তবে ধীরে ধীরে মৃৎশিল্পের আসবাবপত্র কমে যাচ্ছে। এখন শুধু মেলাতে বা হাট-বাজারে সুন্দর সুন্দর এই জিনিস গুলোর দেখা মিলে। এখানে বেশ কিছু মাটির ব্যাংক, মাটির গ্লাস, মগ, চায়ের কাপ দেখতে পেলাম। জিনিস গুলো দেখতে খুবই সুন্দর ছিল। মাটির কাপে চা খাওয়ার অনুভূতি অন্যরকম।
এগুলো ছোট বাচ্চাদের খেলনার জিনিস। মেলায় বাচ্চারা এগুলো দেখলে না কিনে বাড়ি ফিরে না। খেলানার হাড়ি পাতিল, চুলা, পুতুল সহ অনেক প্রকারের জিনিস পত্র। গ্রামের মেলা তো গ্রাম্য জিনিসপত্রই বেশী দেখা যায়। কে কে শিশু অবস্থায় এসব খেলনা দিয়ে খেলেছেন, কমেন্ট করে জানাবেন।এই পুতুল নিয়ে এক বান্ধবী অন্য বান্দবীর পুতুলের সাথে বিয়েশাদী দেয়।😄
কত রকমের মাটির জিনিস দেখেন। যত মেলার ভিতরের দিকে যায় ততই যেন মাটির জিনিসপত্র চোখে পড়ছিলো। মাটি দিয়ে কত কিছু বানানো যায়। গরু, ঘোড়া, বাঘ, সিংহ, হরিণসহ নানা জাতের প্রাণী। এই আধুনিক যুগেও মানুষ শখ করে মাটির জিনিসপত্র কিনতেছে।
এখন শহরের অনেক রেস্টুরেন্টে দেখা যায় মাটির জিনিসপত্র দিয়ে খাবার পরিবেশন করে। বিদেশে, ধনীদের বাসায় মাটির জিনিসপত্রে রান্না করা খাবার আধুনিক যুগের ফ্যাশন হিসবে ধরা হয়। মাটির জিনিস বলে সস্তা মনে করার কিছু নেই। মাটির জিনিসপত্রও এখন অনেক দাম। বড় বড় মাটির ব্যাংক কেনা হয়েছে। দেখা যাক টাকা জমাতে পারি কি না।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ২৮.০৪-২০২৫ |
সময় | বিকাল -৪.৩০ মিনিট |
স্থান | তিতাস নদীর তীর, ব্রাহ্মণবাড়িয়া , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/RamimHa74448648/status/1918598345829871839?t=xurYs9G1d1NTjWrtYCdh5g&s=19
https://x.com/RamimHa74448648/status/1918598944105599013?t=Col7aYNTT7jMMPFKwi8mqA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৃৎশিল্পের কাজগুলো দেখে মন ভরে গেল! শিল্পীরা কী সুন্দরভাবে ঐতিহ্যবাহী নকশা ও আধুনিকতার মিশেল তৈরি করেছেন। বিশেষ করে হস্তনির্মিত মাটির হাঁড়ি-পাতিলগুলো খুবই আকর্ষণীয়।এমন মেলাগুলো স্থানীয় মৃৎশিল্পীদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। আমাদের উচিত বেশি বেশি করে তাদের শিল্পকর্ম কিনে সমর্থন করা, যাতে এই শিল্প বেঁচে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit