বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করবো। এই নাটকটি যারা না দেখবে তারা বিনোদন জগতের অনেক কিছু মিস করবে।
নাটকের প্রয়োজনী কিছু তথ্য
নাটকের নাম:-হাউ সুইট।
পরিচালনাঃ- কাজল আরেফিন অমি।।
অভিনয়েঃ- জিয়াউল করিম অপূর্ব, তাসনিয়া ফারিন, পাবেল এবং আরও অনেকে।
মুক্তির তারিখঃ- ১৮ই মার্চ ২০২৫
সময়ঃ- ১ ঘন্টা ৩০ মিনিট।
দেশঃ- বাংলাদেশ
ভাষাঃ- বাংলা।
সংক্ষিপ্ত রিভিউ-
পরিচালক কাজল আরেফিন ওমীর অনেকগুলো নাটক আমি দেখেছি। তার নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। গত পরশুদিন "হাউ সুইট" নামে নতুন একটি নাটক দেখেছি। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকটিতে অভিনয় করেছে জিয়াউল করিম অপূর্ব, তাসনিয়া ফারিন। তারা দুইজন জুটি বেঁধে খুবই দারুণ অভিনয় করেছে। জিয়াউল করিম অপূর্বর পাশে ছিল পাবেল। খুবই রোমান্টিক একটি নাটক। সম্পূর্ণ মুভি স্টাইলে নাটকটি নির্মাণ করা হয়েছে।
নাটকটি শুরু হয়েছে মূলত রাজধানী শহর ঢাকার সদরঘাট থেকে। নাটকটিতে অপূর্ব একজন ফটোগ্রাফার। সে পথ শিশুদেরকে বিরানি কিনে দিয়ে সেটা ফটোশুট করতে গিয়েছিল। এমন সময় ফারিন নিজের বিয়ের আসর থেকে পালিয়ে সদরঘাটে চলে যাই। ফারিনের পিছনে পিছনে কিছু মানুষ দৌড়াচ্ছিল। ফারিন দৌড়ে লঞ্চে উঠার সময় অপূর্বর সাথে ধাক্কা লেগে অপূর্বর হাতের ক্যামেরা পানিতে পড়ে যাই। তারপর অপূর্ব আর পাবেল দুইজন দৌড়ে তাসনিয়া ফারিন এর সাথে লঞ্চে উঠে আসে। অপূর্ব আর পাবেল তাসনিয়া ফারিন এর কাছে তার ধাক্কা লেগে পড়ে যাওয়া ক্যামেরা এবং লেন্সের ক্ষতিপূরণ দাবি করে। তখন ফারিন বলে সে তার নিজের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। এখন তার কাছে কোন টাকা পয়সা নেই। তবে সে বরিশাল গিয়ে তার ফ্রেন্ডের থেকে টাকা নিয়ে তাদের ঋণ পরিশোধ করবে। এমন কমিটমেন্ট করেই তিনজন লঞ্চে করে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
লঞ্চের মধ্যে কিছু কার্যকলাপের মাধ্যমে অপূর্ব ফারিনের প্রেমে পড়ে যাই। তবে মজার বিষয় হল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ফারিন তাদেরকে লঞ্চে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গেছে। তখন অপূর্ব আর পাবেল বরিশাল নেমে ফারিনকে খুঁজতে লাগলো। এখানে নাটকের মধ্যে দেখা যায় বরিশাল শহরের যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো দেখানো হয়েছে। বরিশালের পার্ক, বরিশাল ইউনিভার্সিটি, বিএম কলেজ, নদীর ঘাট সহ আরো অনেক কিছু। তারা একসময় ফারন কে পেয়েও যায়। তবে দুঃখের বিষয় হলো ফারিন তার যে বান্ধবীর বাসায় উঠেছে। তারা এলাকার খুবই প্রভাবশালী, গুন্ডা পান্ডা টাইপের মানুষ।
ফারিন তার যে বান্ধবীর বাসায় এসেছে। সে বান্ধবীর ভাই ফারিনকে দেখে পছন্দ করে ফেলেছে। সে ফারিনকে বিয়ে করতে চাই। কিন্তু ফারিন তাতে রাজি নয়। সে কারণে তারা ফারিনকে একটি স্টোর রুমে আটকে রাখে। পাভেল আর অপূর্ব লুকিয়ে লুকিয়ে সেই স্টোর রুমে চলে যাই। সেখানে গিয়ে তারা ফারিনকে ছাড়ানোর চেষ্টা করার আগেই ক্ষতিপূরণের টাকা নিয়ে উচ্চ বাক্য প্রকাশ করে। যার ফলে ফারিনের বান্ধবীর ভাই ঘুম থেকে উঠে এসে অপূর্ব পাভেলকে সহ ওই স্টোর রুমে বেঁধে রাখে। পরের দিন সকালবেলা ফারিনের বান্ধবীর বাবার মাধ্যমে অপূর্ব আর পাভেল ছাড়া পেলেও তারা একা একা ঢাকা ফিরতে রাজি নয়। বিবিকের তাড়নায় তারা আবার সেখানে ফেরত যায়। ফারিনকে ছাড়িয়ে আনার জন্য।
অপূর্ব এবং পাবেল ফারিনকে ছাড়িয়ে আনতে বাসার ভিতরে প্রবেশ করে। ফারিনের বান্ধবীর ভাই এবং সাথে গুন্ডা পান্ডা সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় পাভেল আর অপূর্ব। কিন্তু ফারিনের বান্ধবীর ভাইকে কাবু করার জন্য তার শরীরে দুইটি ঘুমের ওষুধের ইঞ্জেকশন পুশ করে। এখানে হাতাহাতি করতে গিয়ে পাভেল এবং অপূর্বর শরীরেও ঘুমের ঔষধের ইনজেকশন ফুটে যায়। যার ফলে সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। সকালবেলা অপূর্ব সবার আগে ঘুম থেকে উঠে, ফারিন এবং পাভেলকে ছাড়িয়ে একটি মোটর সাইকেলের মাধ্যমে তারা লঞ্চঘাট আসার চেষ্টা করে। এমন সময় ফারিনের বান্ধবীর ভাই গুন্ডা পান্ডা নিয়ে তাদেরকে তাড়া করে। যার ফলে বিএম কলেজের মাঠে বিশাল বড় একটি মারামারি হয়। সেখানে প্রথমে অপূর্ব সবাইকে মারলেও, শেষের দিকে তারা অপূর্বকে আটকে ফেলে। আর তখনই অপূর্বর চারজান বন্ধু হেলিকপ্টার করে তাকে বাঁচাতে যাই। এই দৃশ্যটি দারুন ছিল।
মতামত
বন্ধুরা আপনারা স্ক্রিনশট গুলো দেখলে বুঝতে পারবেন নাটকটি কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ফিল্ম স্টাইলে সবকিছু করা হয়েছে। প্রতিটা শর্ট খুবই ভালো লেগেছে। নাটকটিতে একটি রোমান্টিক গান ছিল। ফারিন এবং অপূর্বর অভিনয় চমৎকার হয়েছে। একটি সাধারণ নাটকের মধ্যে এত সুন্দর অভিনয় দেখতে পারবো আগে কখনো কল্পনা করি নাই। সব মিলিয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ইচ্ছা করলে দেখতে পারেন। তবে বর্তমান নাটকটি ইউটিউবে পাওয়া যাচ্ছে না, নাটকটি দেখতে হলে ২৫ টাকা পে করতে হয়।
নাটকের ট্রেইলার লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [2/1/2025 10:09 PM]
Click Here For Join Heroism Discord Server
খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া।এই নাটকটি আমি দেখেছিলাম। আমার কাছে নাটকটি ভীষণ ভালো লেগেছে। অনেক ড্রামা ফুল একটি নাটক। পুরো গল্পটি কিন্তু দারুণ ছিল। বিশেষ করে শেষের অংশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী নাটকটি আমার কাছেও ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/RamimHa74448648/status/1918006630098280768?t=qM5mXnoaLzKhD8h52p2X8Q&s=19
https://x.com/RamimHa74448648/status/1918008089758056505?t=ywPsol2IxsxFrmVR_C-3lw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। এই নাটকটির কিছু ট্রেলার আমি দেখেছি। কিন্তু এখনো পুরো নাটক টি দেখা হয়নি ভাই। আপনার পুরো নাটকের রিভিউ পড়ে নাটক টি দেখার আগ্রহ বেড়ে গেলো। সময় করে নাটক টি দেখে নিবো ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো নাটক দেখলে অনেক মজা পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit