নমস্কার বন্ধুরা,
চোরবাগানের গলি থেকে বেরিয়ে পৌঁছলাম সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোতে। ২০২৪ সালে সিমলা ব্যায়াম সমিতির পুজো ৯৯তম বছরে পদার্পণ করেছে। কলকাতার সার্বজনীন দুর্গাপুজোর ইতিহাসে সিমলা ব্যায়াম সমিতি উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে এই পুজো সমিতি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ১৯২৬ সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর উদ্যোগে এই পুজোর সূচনা। উদ্দেশ্যে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শক্তি আরাধনা। সেই সূত্র ধরে এই ক্লাবে শরীরচর্চা, লাঠিখেলা, ছুরিখেলা ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে বিপ্লবীরা তৈরি হতেন। পরবর্তীতে বিপ্লবী কাজকর্মের আখড়া হয়ে ওঠায় ব্রিটিশ সরকার ১৯৩২ সালে সিমলা ব্যয়াম সমিতিকে নিষিদ্ধ করে। যদিও পরে তা উঠিয়ে নিলে পুজো ফের আবার শুরু হয়। এক সময় সুভাষচন্দ্র বসু সিমলা ব্যায়াম সমিতির সভাপতির দায়িত্ব পালন করা।
২০২৪ সালের পুজোর থিম ‘রাজপ্রাসাদে সনাতনী’। মূলত রাজবাড়ির আদলে নির্মিত মণ্ডপটি তৈরি হয়। থিমে রাজস্থান ও ঝাড়খণ্ডের প্রাসাদীয় স্থাপত্য ও কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছিল। কাঠ, ফাইবার, থার্মোকল ও কাঁচ ব্যবহার করে প্রাচীন রাজপ্রাসাদের আবহ তৈরি করতে পুজো সমিতি অনেকটাই সমর্থ হয়। প্রতিমা নির্মাণে ঐতিহ্যবাহী পাঁচ চালা রীতিকে বজায় রাখা হয়, যার প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দের মেজদা মহেন্দ্রনাথ দত্ত। তাঁর উদ্যোগেই এক চালা থেকে পাঁচ চালার রূপান্তর ঘটে, যা আজও সমিতির পুজোর অনন্য বৈশিষ্ট্য।
সত্যি কথা বলতে সিমলা ব্যায়াম সমিতির পুজোতে থিম পুজোর মত চাকচিক্য নেই। আলোর রোশনাইয়ে ডুবে যাওয়া নেই। রয়েছে ভক্তি, আধ্যাত্ম, ইতিহাস, ও ভারতীয় সাংস্কৃতিক ও দেশপ্রেমের প্রতীক। সিমলা পুজো সমিতি, স্বামী বিবেকানন্দের জন্মভূমির খুব কাছেই, ইতিহাসের সঙ্গে সংযুক্ত এক প্রাচীন চেতনার অংশ। ২০২৫ সালে সিমলা ব্যায়াম সমিতি শতবর্ষে পদার্পণ করলে আমরা আরেক ইতিহাসের সাক্ষী হবো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit