ফটোগ্রাফি পোস্ট- গাছ ও ফুলের কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  7 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি কেমন হয়েছে।

WhatsApp Image 2025-04-28 at 09.57.10_57f86ee9.jpg

WhatsApp Image 2025-04-28 at 09.57.10_e03f58ef.jpg

ফুল ও গাছ প্রকৃতির দুটি অপরিহার্য উপাদান। এরা শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, আমাদের জীবনে সৌন্দর্য, উপকারিতা এবং মানসিক প্রশান্তিও এনে দেয়। গাছ হচ্ছে পৃথিবীর ফুসফুস আর ফুল হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। এদের ছাড়া আমরা কল্পনাও করতে পারি না একটি স্বাস্থ্যকর ও সুখময় জীবন। গাছ আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন দেয়, পরিবেশ শীতল রাখে, মাটি ক্ষয় রোধ করে এবং নানা ধরনের ফল ও ওষুধি উপাদান সরবরাহ করে। অন্যদিকে ফুল মনকে আনন্দ দেয়, সৌন্দর্যের প্রতীক এবং ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

পৃথিবীতে নানা ধরনের গাছ ও ফুল দেখা যায়। গোলাপ, রজনীগন্ধা, বেলি, শাপলা, গাঁদা প্রভৃতি আমাদের দেশে জনপ্রিয় ফুল। আম, কাঁঠাল, নারকেল, তাল, পেয়ারা ইত্যাদি ফলজ গাছও আমাদের দেশের পরিচিত বৃক্ষ। গাছ ছাড়া পৃথিবীতে প্রাণধারণ সম্ভব নয়। শহর হোক বা গ্রাম, সব জায়গাতেই গাছ ও ফুলের প্রয়োজনীয়তা সমান।

WhatsApp Image 2025-04-28 at 09.57.50_5acea897.jpg

WhatsApp Image 2025-04-28 at 09.57.50_0777cdef.jpg

গাছ আমাদের জীবনে নানাভাবে উপকার করে থাকে। গাছ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। যা আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয়। এটি ছাড়া আমরা নিঃশ্বাসই নিতে পারতাম না। গাছ থেকে আমরা কাঠ, ফল, ওষুধ, ছায়া, রাবার, তন্তু ইত্যাদি পাই। ফলজ গাছ যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। গাছ মাটিকে দৃঢ় করে তোলে, ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা ইত্যাদির প্রভাব কমায়।

WhatsApp Image 2025-04-28 at 09.57.51_a251f0c8.jpg

WhatsApp Image 2025-04-28 at 10.00.19_d21f39e7.jpg

ফুল প্রকৃতির অন্যতম সৌন্দর্যবাহী সৃষ্টি। বিভিন্ন রঙ, গন্ধ, আকার ও প্রকারভেদে ফুল পৃথিবীকে করেছে আকর্ষণীয়। গোলাপ, রজনীগন্ধা, বেলি, শাপলা, সূর্যমুখী, গাঁদা ইত্যাদি ফুল শুধু যে দেখতে সুন্দর তা নয়, এরা মানুষের আবেগ, অনুভূতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ফুল ব্যবহার করা হয় শুভেচ্ছা জানানোর জন্য, প্রেম প্রকাশের জন্য, পূজা-পার্বণে, বিয়েতে, জন্মদিনে, এমনকি মৃত্যুর সময়ও।

WhatsApp Image 2025-04-28 at 10.00.20_afacf200.jpg</

WhatsApp Image 2025-04-28 at 10.00.20_badd1334.jpg

আজকের প্রেক্ষাপটে, আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে গাছ ও ফুলের প্রতি। আমাদের উচিত বেশি করে গাছ লাগানো এবং যত্ন নেওয়া। শহরে-গ্রামে রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, স্কুল-কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। সরকারি ও বেসরকারি সংস্থা গুলোকেও এগিয়ে আসতে হবে পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নে। যারা জায়গার অভাবে গাছ লাগাতে পারছেন না, তারাও ছোট টব ব্যবহার করে গাছ ও ফুলের চাষ করতে পারেন।

WhatsApp Image 2025-04-28 at 10.00.21_f6fd8621.jpg

ফুল ও গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের দেয় জীবন, ফুল দেয় ভালোবাসা। গাছের ছায়ায় আমরা শান্তি খুঁজি, ফুলের ঘ্রাণে আমরা মুগ্ধ হই। অথচ আমরা অনেক সময় গাছ কেটে ফেলি, বনভূমি ধ্বংস করি।যা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, গাছ ও ফুলকে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর পৃথিবী রেখে যাওয়া।

এই ছিল আমার আজকের চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আপনাদের সবার সুস্থতা প্রত্যাশা করে আজ আমার ব্লগটি এখানে শেষ করছি আবারো সুস্থ থাকলে যে কোন ব্লক নিয়ে আপনাদের পাশে হাজির হব সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

device : vivo y22s

লোকেশন

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গাছ এবং ফুলের ফটোগ্রাফি কিন্তু আমার কাছেও ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য যখন ধৈর্য ধরে করা হয় তখন আরো ভালো লাগে। ফটোগ্রাফি করতে একটু বেশি সময় লাগে। কারণ ফটোগ্রাফির কোয়ালিটি ভালো করার জন্য সময় দিয়ে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর দেখায়। আপনার এই ফটোগ্রাফি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। বর্ণনা গুলো আরো ভালো লাগলো দেখে।

আমাদের প্রকৃতির বুকে গাছপালা এবং ফুল অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। তাই আমাদের পৃথিবীর সবুজ গাছপালা ফুল দেখতে এত বেশি ভালো লাগে। আর তার সাথে ভালো লাগে এমন সুন্দর প্রকৃতির সৌন্দর্য মাখা গাছপালা এবং ফুলের ফটোগ্রাফি দেখতে। আপনি যে অসম্ভব সুন্দর কিছু গাছের এবং ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু আপনার গাছ ও ফুলের কিছু ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ।

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি সবগুলো ফটোগ্রাফি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এখানে ফটোগ্রাফি গুলো দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷ এর মধ্যে প্রথমে আপনি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

বেশ দারুণ লাগছে দেখতে। এককথায় দারুণ ছিল আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলো। ফুলগুলো দেখে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।