
আচ্ছালামুয়ালাইকুম,
আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। অনেক দিন পর আজ আবারো আপনাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ টিপস্ এন্ড ট্রিকস।

আজকের পর্বে আপনাদের সামনে ল্যাপটপ, ডেক্সটপ, ম্যাক ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ বিষয় তুলে ধরবো। হয়তো, অনেকেই জানেন, তবে যারা জানেন না, তাদের জন্য অবশ্যই এটি অসাধারণ হতে চলেছে।
আমার কাছে এটি প্রথম অসাধারণ লাগতো এবং এখন পর্যন্ত অসাধারণভাবে কাজ করছে।গত পর্বগুলোতে আমরা কয়েকটি চমৎকার ওয়েবসাইট সম্পর্কে রিভিউ এবং টিউটোরিয়াল দিয়েছিলাম।
আজকেও তার ব্যতিক্রম নয়, তবে আজকে কোন ওয়েবসাইট সম্পর্কে রিভিউ বা টিউটোরিয়াল নয়। আজকে থাকছে গোগল ক্রোম নিয়ে কিছু কথা।
প্রথম প্রথম আমি যখন ল্যাপটপ চালানো শুরু করি, তখন ল্যাপটপে কিভাবে নেট ব্রাউজ করতে হয় বা কিভাবে নেট কানেক্টেড করতে হয়, কিছুই জানতাম না। যখন থেকে নেট কানেক্ট করি, তখন আমার জন্য, গোগল ক্রোম ও আমার জন্য নতুন।আমার গোগল ক্রোম পছন্দ, মাইক্রোসফট এইডজ কিংবা মজিলা ফায়ার ফক্সের তুলনায়। ধীরে ধীরে, গোগল ক্রোম ও আপডেট হয়, নতুন কিছু আস্তে আস্তে শিখি। আসলেই আজকে নতুনদের উদ্দেশ্যে এই টিউটোরিয়াল হয়তো বা পুরাতন বা অভিজ্ঞদের জন্যও অনেক দারুণ কিছু হতে চলেছে।
তো চলুন শুরু করা যাক---------
একটা উদাহরণ দিয়ে শুরু করি।
আমরা মোবাইল ফোনে বিভিন্ন ধরণের এপস ব্যবহার করে, মোবাইলের ফিচার/ সুবিধাকে বৃদ্ধি করি। আমরা বিভিন্ন ধরণের, এপস ইনস্টল করে, বিভিন্ন সুবিধা পেয়ে থাকি, যেমনঃ ভিডিও এডিট, ছবি এডিট, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি বলে শেষ করা যাবে না।
মোবাইলের মধ্যে এই এপসগুলোর ব্যবহার মোবাইলের সুবিধা / ফিচারসকে বৃদ্ধি করে, আমরা বিভিন্ন সেবা পাচ্ছি।
গোগল ক্রোমেও ঠিক এরকম কিছু এপস রয়েছে, যেগুলো ব্যবহাররের মাধ্যমে আপনি বিভিন্ন সেবা পেয়ে থাকবেন। গোগল ক্রোম এ এপসের পরিবর্তে বলা হয় এক্সটেনশন।
এক্সটেনশনের ব্যবহার গোগল ক্রোম এর কার্যকারিতাকে বৃদ্ধি করে। মোবাইলে যেমন বিভিন্ন ধরণের এপস থাকে, এক একটি এপস এক এক ধরণের কাজ করে, ঠিক তেমনি এখানেও বিভিন্ন এক্সটেনশন, বিভিন্ন ধরণের কাজ করে।
তো চলুন কিভাবে এক্সটেনশন ইনস্টল করবেন বা কোথায় সেগুলো খোঁজে পাবেন তা নিচে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে গোগল ক্রোমের সেটিংসে আসবেন, তারপর সবার নিচে About Chrome থাকবে, তার উপরে Extensions নামের একটি অপশন পাবেন, ঐটাতে ক্লিক করবেন
প্রবেশ করার পর নিচের পেইজ টি দেখাবে এবং নিচের পেইজের মার্ক করা অংশটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর নিচের পেইজটি দেখাবে এবং মার্ক করা অংশটিতে ক্লিক করবেন।
তারপর আমাদের কাঙ্ক্ষিত পেইজটি আসবে।
এইখানে সার্স বক্স থেকে আপনার প্রয়োজন মোতাবেক এক্সটেনশন খোঁজে বের করতে পারবেন এবং রিকমেন্ডেশন এক্সটেনশন গুলো ও দেখতে পারেন।
যেসব এক্সটেনশনের রেটিং ভালো থাকবে, ঐসব এক্সটেনশন ইনস্টল করবেন এটা আমি রিকমেন্ড করি
কয়েকটি এক্সটেনশনের নাম নিচে দেয়া হল যা আপনি ব্যবহার করে উপকৃত হবেন বলে আমি মনে করি।
১. Google Translate
২. Screen Recorder
৩. Image Downloader
৪. LastPass
৫. FoxClocks
৬. Extensions Manager
৭. HTTPS Everywhere
৮. Click&Clean
৯. Avast Online Security
১০. Save to facebook
১১. App for Instagram
১২. Video Downloader Professional
১৩. Grammarly
১৪. Go fullPage - Full page Screen Capture
১৫. OneTab
এখানে আমি মাত্র ১৫টি এক্সটেনশন বললাম, প্রত্যেকটি আপনি বিভিন্ন বিষয়ে ব্যবহার করতে পারবেন।
আমি মনে করি, যারা এক্সটেনশন সম্পর্কে জানতেন না, তাদের জন্যই অবশ্যই আজকের পোস্ট উপকারে আসবে আশা করি। এমন কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশন আছে, যার ব্যবহার আপনাকে আরো স্মার্ট করে তোলবে, যেকোন জায়গায় স্মার্টলি কাজ করতে সাহায্য করবে। সেরকম কয়েকটি এক্সটেনশন নিয়ে রিভিউ এবং টিউটোরিয়াল নিয়ে আগামীর পর্বগুলো সাজাবো।
আশা রাখছি, আগামীর পর্বগুলোতে আপনাদের নজর রাখবেন।
কোন জিজ্ঞাসা থাকলে, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন।
আমি মোঃ আশরাফুল গণি, পেশায় আমি একজন ছাত্র। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং সিএমএস এক্সপার্ট, ইমেইল টেম্পলেট ডিজাইনিং, মেইলচিম্প এক্সপার্ট, হালকা - পাতলা গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা আছে। শখঃ টেক রিলেটেড যেকোন কিছু করতেই ভালো লাগে। বর্তমানে ব্লগিং শিখছি, নতুন কিছু শিখতেই সবসময় ভালো লাগে। |
পর্ব | |
---|---|
১ঃ | |
২ঃ | |
৩ঃ | |
৪ঃ |

