আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে মেঘের বৃষ্টি। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ফারহান আহমেদ জোভান এবং নাজনীন নিহা। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | মেঘের বৃষ্টি |
---|---|
রচনা | ইমদাদ বাবু |
পরিচালনা | মাসরিকুল আলম |
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান,নাজনীন নিহা,ডলি জোহর,সাবেরী আলম,সমু চৌধুরী,এস. আর. মজুমদার,মাসুম সেন্টু এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ২৬শে এপ্রিল ২০২৫ |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ৯ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক ফারহান আহমেদ জোভান তার মায়ের সাথে কথা বলছে তার বিয়ের ব্যাপারে। জোভান মূলত কানাডা থাকে। জোভানের মা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেশ কয়েকটি মেয়ের ছবি সহ বায়োডাটা পাঠিয়েছে। তো সেখান থেকে একটি মেয়েকে পছন্দ হয় জোভানের। আর সেই মেয়েটা হচ্ছে নাজনীন নিহা অর্থাৎ এই নাটকের নায়িকা। জোভানের মা জোভানকে বলেছে, নিহা একেবারে শান্ত একটা মেয়ে। যাইহোক জোভান কানাডা থেকে ছুটিতে বাংলাদেশে এসে, প্রথমেই নিহার সাথে দেখা করতে রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু নিহার সাথে কথা বলার পর জোভান বুঝতে পারে,সে মোটেই শান্তশিষ্ট মেয়ে নয়। বরং নিহা বেশ রাগী একটা মেয়ে। নিহা ঢাকা মেডিক্যাল কলেজে পড়াশোনা করছে। নিহা জোভানকে অনেক কথা জিজ্ঞেস করে, কিন্তু জোভানকে তেমন কিছু জিজ্ঞেস করার সুযোগও দেয় না।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তবুও জোভান বেশ পছন্দ করে নিহাকে। পরবর্তীতে জোভান প্রায় প্রতিদিনই দেখা করার চেষ্টা করে নিহার সাথে। নিহার বান্ধবীদের সাথেও জোভানের দেখা হয়ে যায় মেডিক্যাল কলেজে। নিহার বান্ধবী এবং নিহার মা বাবা জোভানকে খুব পছন্দ করে। তবে নিহা আরও সময় নিয়ে জোভানকে বুঝতে চায়। কারণ সে চায় বিয়ের আগে জোভানকে ভালোভাবে যাচাই করতে। নিহার দাদী এবং চাচার পরিবার গ্রামে থাকে। নিহার দাদী জোভানকে দেখতে চেয়েছে বলে,নিহা এবং জোভান সেখানে যায়। সেখানে গিয়ে জোভান সবার মন জয় করে ফেলে। বিশেষ করে নিহার দাদী জোভানকে ভীষণ পছন্দ করে। তারপর থেকে নিহা জোভানকে মনে মনে ভালোবাসতে শুরু করে এবং জোভানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পরের দিন নিহা এবং জোভানের দেখা করার কথা। সেদিন রাতে নিহা তার মা বাবাকে বলে,নিহা তার নাম পরিবর্তন করে বৃষ্টি রাখতে চায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কারণ জোভানের নাম হচ্ছে মেঘ। তারপর নিহার মা বাবা সম্মতি জানায়। জোভান নিহাকে বলে নীল শাড়ি পড়ে যেতে। তাই নিহা তার মায়ের মাধ্যমে নীল শাড়ি পড়ে। নিহার মা অফিসে যাওয়ার পথে নিহাকে রাস্তায় নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে বলে,তারা দুজন বাসা থেকে একসাথে বের হয়। কিন্তু নিহা বলে,জোভানের জন্য কিছু ফুল কিনবে। তো গাড়ি থেকে নেমে ফুল কিনে, গাড়িতে ওঠার আগেই, রাস্তায় একটা গাড়ি নিহাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। নিহা মারাত্মকভাবে আহত হয়। নিহার মা তাদের গাড়ির ভিতরে বসে এই দৃশ্য দেখে, অনেকটা বাকরুদ্ধ হয়ে যায়। তো হসপিটালে গিয়ে, নিহার মা জোভানকে ফোন করে এবং জোভান সাথে সাথে হসপিটালে চলে যায়। নিহা তখন আইসিইউ এর বেডে শুয়ে আছে এবং মৃত্যুর সাথে যুদ্ধ করছে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে বিয়ের মতো এতো বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করা উচিত। কারণ যে মানুষটার সাথে সারাজীবন থাকতে হবে, সে যদি ভালো হয়,তাহলে জীবনটা একেবারে রঙিন হয়ে যায়। আর যদি খারাপ হয়,তাহলে জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। তাই নিহার সিদ্ধান্ত সঠিক ছিলো। কারণ সে অনেক সময় নিয়ে জোভানকে যাচাই করেছে। যাইহোক মানুষের জীবনে কখন কি ঘটে যায়, সেটা বলা যায় না। মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, যেটা একেবারেই অনাকাঙ্খিত এবং এর মধ্যে কিছু কিছু ঘটনা কখনোই ভুলা যায় না। নিহা এবং জোভানের দিনগুলো বেশ ভালোই কাটছিলো। কিন্তু নিহার দুর্ঘটনার কারণে জোভান সহ নিহার পুরো পরিবারটা একেবারে তছনছ হয়ে যায়। নাটকের শেষের দৃশ্যটা দেখে আমার কাছেই খুব খারাপ লেগেছিল। তবে বরাবরের মতো এই নাটকেও নিহা দুর্দান্ত অভিনয় করেছে। তাছাড়া জোভান সহ বাকি সবাই বেশ ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২.৫.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1918172373850964399?t=Y63Dkc8JIF-sZG-njWcJjw&s=19
https://x.com/mohin3242127/status/1918173958375178712?t=LuHnOlvuGZ_hmAydtIkTag&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষণীয় নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি রোমান্টিক নাটক গুলো দেখতেও আমার খুব ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি এই নাটকের রিভিউ যথাযথভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে ভালই লাগে তবে সময়ের অভাবে অনেক সময় দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যদিও এই নাটকটি দেখা হয়নি। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের অভাবে অনেক সময় আমারও নাটক দেখা হয় না। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার চেষ্টা করি৷ তবে নাটকের রিভিউ দেখার মধ্যে যেন একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ তাই আজকে আপনার এই নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ একই সাথে এখানে নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে নাটকটি যেন দেখে নিলাম এরকম মনে হচ্ছে৷
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।নাজনিন নেহার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।বেশ কিছুদিন ধরে ভাবতেছি এই নাটক টি দেখবো কিন্তু এখনো দেখতে পারি নাই।আপনার পুরো নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাজনীন নিহার অভিনয় আসলেই খুব সুন্দর। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit