আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সব সময় সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আবার মাঝে মাঝে মজার মজার খাবার দেখলেও কিন্তু ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। অনেক সময় রেসিপি পোস্ট তৈরি করার জন্য বেশ কিছু ফটোগ্রাফি করা হয়। আর কিছু ফটোগ্রাফি গ্যালারিতে রয়েই যায়। আসলে সুন্দর সুন্দর সব খাবারের ছবিগুলো দেখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আমার তৈরি করা বিভিন্ন লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি:

Location
কচুশাক আমার ভীষণ পছন্দের। কচুশাক যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক পছন্দ করি। কিছুদিন আগে সিদোল দিয়ে কচুশাকের মজার একটি রেসিপি তৈরি করেছিলাম। সিদোল দিয়ে কচুশাক রান্না করলে খেতে দারুন লাগে। আমার তো বেশ ভালো লেগেছিল। আজকে যখন ভাবলাম খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো তখন হঠাৎ করেই এই সুন্দর লোভনীয় খাবারের ছবিটির সামনে চলে এলো। আর তাই এই মজার খাবারের ছবিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

Location
আলু দিয়ে বাইম মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। ইতোমধ্যে এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে হঠাৎ করে যখন এই ফটোগ্রাফিটি দেখতে পেলাম তখন মনে হল এই লোভনীয় খাবারের ছবিটি আপনাদের মাঝে শেয়ার করলে মন্দ হবে না। সত্যি কথা বলতে যখন রেসিপি তৈরি করা হয় তখন অনেকগুলো ছবি তোলা হয়। আর সুন্দর এই ছবিটি যখন গ্যালারিতে দেখতে পেয়েছিলাম তখন ভাবলাম শেয়ার করে ফেলি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

Location
বেগুন দিয়ে মুরগির মাংস আপনারা খেয়েছেন কিনা জানিনা তবে বেগুন দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঝোলটা যখন একটু মাখামাখা হয় তখন মাংসের টেস্ট আরো বেড়ে যায়। সবজি দিয়ে মাংস রান্না করলে অন্যরকমের টেস্ট হয়। আর এই মজার খাবারটি খুব সহজেই তৈরি করেছিলাম। এই খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আমার বেশ ভালো লেগেছিল এই মজাটা। খাবারের টেস্ট অনেক ভালো লেগেছে। এখনো সেই স্বাদ মুখে লেগেই রয়েছে।

Location
চিকেন রোস্ট খেতে আমরা সবাই পছন্দ করি। যদিও এই খাবারের রেসিপি এখনও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তবে সময় পেলে অবশ্যই শেয়ার করবো। একটু ঝাল চিকেন রোস্ট খেতে আমি বেশি পছন্দ করি। মিষ্টি চিকেন রোস্ট আমার খুব একটা পছন্দ নয়। বেশ কিছুদিন আগে এই রেসিপি তৈরি করা হয়েছিল। শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম এই মজার খাবারের ছবিটি আপনাদের মাঝে তুলে ধরি। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক মজার হয়েছিল।

Location
চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দের। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। বড় সাইজের চিংড়ি মাছগুলো ছোট ছোট করে পিস করে যদি ভুনা করা হয় তাহলে অনেক বেশি মজা লাগে। আমার মনে হয় এভাবে চিংড়ি মাছ রান্না করলে যে কারো অনেক ভালো লাগবে। এই খাবারটি তো আমার ভীষণ পছন্দের একটি খাবার। তাই তো এখনো গ্যালারিতে বেশ কিছু ছবি রয়ে গিয়েছে। এই রেসিপি পোস্ট অনেক আগেই শেয়ার করেছিলাম। আর আজকে এই মজার খাবারের ছবিটি শেয়ার করলাম।
মজার মজার সব খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি মজার মজার সব খাবারের ছবি তুলতে ভালো লাগে। আর সেখান থেকেই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1913914307194089557?t=tVzI_DuFMn1YP0wrvJlD5A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Monira93732137/status/1913789621965619375?t=egElR-iW7Ei6gNstk1dYoA&s=19
https://x.com/Monira93732137/status/1913790416148742614?t=SQw0r7FovmBESt-hqHUD5Q&s=19
https://x.com/Monira93732137/status/1913909778935353552?t=VE_CZpaFL7DyaH6IBYSKUg&s=19
https://x.com/Monira93732137/status/1913910456667734085?t=feXLlwaZ2xdoqXyrHyKlZA&s=19
https://x.com/Monira93732137/status/1913956973898346855?t=XT2hTvu7zoobd7qme6V8Bg&s=19
https://x.com/Monira93732137/status/1913981999292780577?t=3ftX_L2hG8QucJnNPD7jKQ&s=19
https://x.com/Monira93732137/status/1913983841028497421?t=TH0haJUcJL85HUlGovAlkQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত এত খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ লেগে গেল। কচু শাক আমিও বেশ পছন্দ করি। অনেকদিন হলো খাওয়া হয়না। আপনার ফটোগ্রাফি পোস্টে চিকেন রোস্ট এবং চিংড়ি মাছের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোভনীয় খাবারের ফটোগ্রাফিগুলো দেখেতো লোভ লেগে গেলো। তবে বেগুন দিয়ে কখন মুরগী রান্না করা হয়নি। তাই বুঝতে পারছি না রেস্ট কেমন। তবে একদিন বাসায় ট্রাই করতে হবে। মজাদার খাবারের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি খাবারের ফটোগ্ৰাফি দেখে জিভে জল চলে এলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্ৰাফি এবং শেষের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর লোভনীয় খাবারের ফটোগ্ৰাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আসলে খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতে ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে আপু কচুর শাক যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজাই লাগে। ধন্যবাদ খাবারের ফটোগ্রাফি গুলো সুন্দর করে বননা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কচুশাক আমার বেশ পছন্দের। তবে এখানে একেবারেই পাওয়া যায় না। বেগুন দিয়ে মুরগির মাংস আমি সত্যি আগে কখনও খাইনি। অন্য খাবারের ফটোগ্রাফি গুলো বেশ দারুণ লোভনীয় ছিল আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করা খাবার গুলো যেরকম সব সময় সুস্বাদু হয়ে থাকে তেমনি আজকে আপনি যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে মুখের মধ্যে পানি চলে আসলো৷ যেভাবে আপনি এখানে এই সুস্বাদু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit