এসো নিজে করি-জামায় হাতের কাজের ডিজাইন||

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন পর আজকে আমি "এসো নিজে করি" সপ্তাহের এই চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আসলে নতুন কিছু করতে অনেক ভালো লাগে। কিন্তু শরীর খারাপ থাকার কারণে যেমন কিছু তৈরি করার হয়ে ওঠে না। তবে যখন একটু ভালো লাগে তখনই কিছু তৈরি করার চেষ্টা করি। তাইতো আজকে আমি আমার করা জামায় হাতের কাজের ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


জামায় হাতের কাজের ডিজাইন

IMG_20250504_164439.jpg

IMG_20250216_121249.jpg
Device-OPPO-A15
IMG20250210153312.jpg
Device-OPPO-A15


হাতের কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই। কখনো সেভাবে করাও হয়নি। কিছুদিন আগে হঠাৎ করেই কেন জানি মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছিলাম। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এরপর হঠাৎ করে মনে হল প্রিয় মানুষগুলোর জন্য যদি হাতের কাজের কোন কিছু তৈরি করি আর তাদেরকে উপহার দেই তারা অনেক খুশি হয়ে যাবে। আর নতুন কাজের মাধ্যমে আমার মন মানসিকতাও ভালো হয়ে যাবে। আমার ছোট্ট একটি ভাগ্নি আছে। তাই ভাবলাম ছোট জামা দিয়ে হাতের কাজের ডিজাইন শুরু করবো। আমার ছোট্ট ভাগ্নির জন্য নিজ হাতে জামার ডিজাইনটি করেছি। প্রথমবার যেহেতু করেছি তাই সময়টা একটু বেশি লেগেছে। তবে যখন সম্পূর্ণ হাতের কাজ করা হয়ে গিয়েছিল তখন দেখতে যেমন ভালো লেগেছিল তেমনি মনটা আনন্দে ভরে উঠেছিল। এই ধরনের কাজগুলো করতে একটু সময় লাগে। আর সেই সাথে প্রয়োজন হয় অনেক বেশি ধৈর্যের। হাতের অবস্থা ভীষণভাবেই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু শুরু যেহেতু করেছি শেষ করতেই হবে। তাই আমি যত দ্রুত সম্ভব এই সুন্দর জামার ডিজাইনটি কমপ্লিট করেছিলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই জামার ডিজাইন করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাপড়।
২. সুঁই।
৩. সুতা।
৪. ফ্রেম।
৫. কলম।
৬. ডলার।

IMG20250128094813.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250128094830.jpg
Device-OPPO-A15
IMG20250128095619.jpg
Device-OPPO-A15


সুন্দর এই জামার ডিজাইনটি করার জন্য প্রথমে কাপড় নিয়েছি। এরপর সুন্দর করে আর্ট করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে নকশা করতে সুবিধা হয়।


ধাপ-২

IMG20250128101219.jpg
Device-OPPO-A15
IMG20250128113515.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ফুলের নকশা গুলো করেছি আর সুন্দর করে সুঁই সুতো প্রস্তুত করেছি।


ধাপ-৩

IMG20250128115019.jpg
Device-OPPO-A15
IMG20250128123508.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর ভাবে ফুলের ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20250128125051.jpg
Device-OPPO-A15
IMG20250128125138.jpg
Device-OPPO-A15


এবার ফুলের নকশা গুলো আরো সুন্দর করে তোলার চেষ্টা করেছি এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250128125332.jpg
Device-OPPO-A15
IMG20250129085335.jpg
Device-OPPO-A15


এবার বিভিন্ন অংশে আরো কিছু ফুলের নকশা করেছি আর সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250129161232.jpg
Device-OPPO-A15
IMG20250130115037.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করেছি। এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগেছে।


ধাপ-৭

IMG_20250201_191616.jpg
Device-OPPO-A15
IMG20250202170702.jpg
Device-OPPO-A15


ফুলের কাজ যখন মোটামুটি শেষ হয়েছে তখন কিছু পাতা তৈরি করার চেষ্টা করেছি। ধীরে ধীরে বেশ কিছু পাতা তৈরি করেছি। ফুলের সাথে পাতার নকশাগুলো সুন্দর করে করেছি। এরপর ড্রেসটি তৈরি করে নেওয়া হয়েছে।


ধাপ-৮

IMG20250205111224.jpg
Device-OPPO-A15


এবার ড্রেসের অন্য পার্ট অর্থাৎ ওড়নাটি নকশা করে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20250210115843.jpg
Device-OPPO-A15
IMG20250210145941.jpg
Device-OPPO-A15


এবার ড্রেসটির সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য পাজামা সুন্দর করে নকশা করে নিয়েছি। আর সুন্দরভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG20250210153316.jpg
Device-OPPO-A15


আমার ভাগ্নির জন্য তৈরি করা হাতের কাজের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এই কাজটি করতে আমার খুবই ভালো লেগেছে। যদিও একটু সময় লেগেছে। তবে প্রিয় মানুষগুলোর জন্য কোন কিছু তৈরি করতে কষ্ট হলেও অনেক ভালো লাগা কাজ করে। তাইতো আমি এই সুন্দর ড্রেসের ডিজাইন তৈরি করেছি আর নকশাগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-05-04-16-51-04-62_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

IMG_20250504_165549.jpg

IMG_20250504_165558.jpg

আপু আপনার জামার ডিজাইনটা চমৎকার হয়েছে। প্রথম অনুযায়ী অনেক সুন্দর হয়েছে।তবে এটা সত্যি এগুলো তৈরি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। নিশ্চয় আপনার ভাগ্নি অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর সৃজনশীল একটি কাজ উপহার দিলেন। আপনার নিজ হাতে করা জামার মধ্যে ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। ব্ল্যাক কালার জামার মধ্যে সুতোর কাজটা খুব সুন্দর ফুটে উঠেছে।

ওয়াও! জামাটিতে হাতের কাজের ডিজাইনটা কি সুন্দর হয়েছে! রঙের কম্বিনেশন এবং প্যাটার্ন একদম পারফেক্ট। এমন ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনাকে অভিনন্দন! হাতের কাজের ডিজাইনটি জামাকে একদম ইউনিক করে তুলেছে। আপনার আর্টিস্টিক সেন্স প্রশংসনীয়!

কাজ না থাকলে অথবা একঘেয়েমি জীবনযাপন চলতে থাকলে অনেক সময় আমাদের মন খারাপ থাকে এবং অস্থিরতা কাজ করে। প্রতিনিয়ত নতুন কিছু করতে থাকলে বা কাজের মধ্যে থাকলে মনটা অনেক ভালো থাকে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা প্রকাশ করেছেন। আপনার হাতের কাজ সত্যিই অনেক সুন্দর। জামাটি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর আপনার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

নিজ হাতে তৈরি একটি ছোট জামা, তাও আবার প্রিয় ভাগ্নির জন্য—এটি শুধু একটি পোশাক নয়, আপনার ভালোবাসা, ধৈর্য আর মন থেকে আসা অনুভূতির প্রতিফলন। আপনি যেভাবে প্রতিটি সেলাই, প্রতিটি সূচির ফোঁড়ে ফোঁড়ে ভালোবাসা বুনেছেন, সেটিই আপনার মানসিক শক্তির প্রকৃত রূপ।

হাতে করে জামার ডিজাইন করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমাদের প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখা উচিত তাহলে আমাদের প্রত্যেকটি কাজে দক্ষতা বাড়ে এবং মনও ভালো থাকে। আপনি মন ভাল করার জন্য অনেক ভালো একটি পদক্ষেপ নিয়েছেন। এতে আপনার কাজের দক্ষতা আরো সুন্দর করে বৃদ্ধি পাবে। ধন্যবাদ এত সুন্দর করে জামাটি ডিজাইন করেছেন দেখে খুব ভালো লাগলো।

মন খারাপের সময় কোন কিছুই ভালো লাগেনা। কাজের মধ্যে ব্যস্ত থাকলে সেই সময়টা বেশি ভালো লাগে। ভাগ্নির জন্য চমৎকার ডিজাইন করেছেন দেখছি। এরকম হাতের কাজগুলো পড়লে যেমন সুন্দর লাগে তেমনি কাউকে উপহার দিলে সেও ভীষণ খুশি হয়। এ ধরনের কাজ করতে তো অনেকটা সময় লেগে যায়। তবে আপনি মনে করে ভাগ্নির জন্য চমৎকার একটি ড্রেস বানিয়েছেন জেনে খুব ভালো লাগলো। খুবই চমৎকার হয়েছে আপু।

ভাগ্নির জন্য খুব চমৎকার একটি ড্রেসে হাতের কাজ করলেন আপু।প্রথমবার হিসেবে খুবই সুন্দর হয়েছে।আমি এ ধরনের হাতের সেলাই অনেক করেছি।নিজের হাতের কাজ করে ড্রেস পরার মাঝে আনন্দ আছে।আপনার ভাগ্নি নিশ্চয়ই খুব পছন্দ করেছে ড্রেসটি? ধন্যবাদ আপু সুন্দর এই কাজটি শেয়ার করার জন্য।

নিজের হাতে এ ধরনের কাজগুলো করার আনন্দটাই আলাদা। আপনার ভাগ্নির জন্য খুব সুন্দর একটি জামার কাজ করেছেন। কালো জামার উপরে সুতোর কম্বিনেশন টা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম একটি জামা পেয়ে আপনার ভাগ্নি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

কি দারুণ বানিয়েছেন আপু সুন্দর জামাটি।হাতের কাজ জামাটিতে নিখুঁত ভাবে করেছেন। দারুণ হয়েছে আপনার জামাটি।ধাপে ধাপে হাতের কাজ করা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।