কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের মানুষের মধ্যে লোভ লালসা অন্যান্য জীবের থেকে একটু বেশি রয়েছে। তাই আমরা কখনো অল্পতে খুশি বা সুখী হতে পারি না। মানুষ প্রতিনিয়ত যত পায় ততটুকুতে সন্তুষ্ট না থেকে আরও বেশি চাহিদা বাড়াতে থাকে। বলা যায় মানুষের ধর্মই যে, মানুষের চাহিদা বাড়তে থাকে। কোন ব্যক্তির যদি নিজস্ব বাড়িঘর না থাকে ভাড়া বাড়িতে বা পরের ঘরে থাকতে হয় তাহলে সেই সব মানুষের প্রয়োজন হয় একটি নিজস্ব বাড়ি তৈরি করার। আর এটা অবশ্যই সঠিক প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা বাড়িঘর থাকা খুবই দরকার। তবে যাদের নিজস্ব বাড়ি আছে তারা চিন্তা করে আরো একটা বাড়ি করা প্রয়োজন। আবার কিছু কিছু মানুষের মনে হয় যে তাদের বাড়ি অনেক বেশি ছোট বেশ বড় করে এলাহীভাবে বাড়ি করা প্রয়োজন। মানে তারা অল্পতে সন্তুষ্ট মোটেই থাকতে পারে না। কিছু কিছু মানুষের কাছে বাংলো বাড়ি ও অনেক বেশি ছোট মনে হয়। কিছু কিছু মানুষ এমন আছে যাদের দুটো চারটে বাড়ি থাকা সত্ত্বেও মনে করে তাদের কোন ভালো বসবাসযোগ্য বাড়িই নেই। প্রচুর জমি জায়গা বা সম্পত্তি থাকা সত্ত্বেও অনেক মানুষ এমন মনে করে যে তাদের জমি জমা অনেক কম।
ভালো উপার্জন করতে পারলে কিছু জমি জায়গার প্রয়োজন মেটানো যেত। কিছু মানুষ এমন আছে যারা তাদের এই জমি জায়গার বা বাড়ি ঘর তৈরির প্রয়োজন মেটাতে মেটাতেই সারা জীবন পার করে ফেলে। জীবনে কোন হাসি আনন্দ বা ভালো সময় কাটানো অথবা পরিবারের সাথে একটু বসে গল্প গুজব করাও তারা অপ্রয়োজনীয় এবং সময় নষ্ট বলে মনে করে। প্রচুর অর্থ উপার্জন করার পরেও অনেক মানুষ এমন আছে যাদের আরো বেশি অর্থের প্রয়োজন হতে থাকে। এইসব মানুষ যত বেশি অর্থ উপার্জন করুক না কেন তাদের কাছে এটি অনেক সামান্য মনে হয় এবং তারা অর্থের প্রয়োজনে অর্থের পেছনে দৌড়াতে থাকে। এই ভাবেই অর্থের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এইসব মানুষ জীবনের ভালো সময় গুলোকে নষ্ট করে ফেলে। দেখা যায় যেসব ব্যক্তি সাইকেল চালায় তারা অন্যের বাইক দেখে সেটার প্রয়োজন মনে করে, যারা বাইক চালায় তারা একটি চার চাকা অর্থাৎ গাড়ির প্রয়োজন মনে করে। যারা একটি ভালো গাড়ি চালায় তারা আরো দামী গাড়ি কেনার প্রয়োজন মনে করে। প্রয়োজনের কোন শেষ নেই আমরা আমাদের প্রয়োজন যত বেশি বাড়াতে থাকবো আমাদের প্রয়োজনও তত বেশি বাড়তে থাকবে।
অনেক মেয়েরা এমন আছে যারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কেনাকাটা করতে থাকে জামা কাপড় কিনতে থাকে। সাধারণ চোখে এগুলো অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত হলেও এইসব মানুষের কাছে সেগুলো প্রয়োজনের জিনিস হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন সাজগোজের জিনিস গয়না গাটি মেকআপ করার জিনিস তারা প্রয়োজনের অতিরিক্ত কিনতেই থাকে। যা তারা কখনো হয়তো সবকিছু ব্যবহার করে শেষ করতেও পারে না। আবার কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে দেখা যায় খাদ্যের প্রয়োজনীয়তা। মানুষের বেঁচে থাকতে গেলে খাদ্যের প্রয়োজন, তাই বলে এমন না যে প্রয়োজন মনে করে প্রয়োজনএর অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে হবে। এক বেলা খেতে না খেতেই অন্য বেলার খাদ্যের চিন্তা। আবার অনেকে এমন আছে যে অল্প পরিমাণের খাবার খায় কিন্তু তার সামনে প্রয়োজন অনেক বেশি খাবার। টেবিল ভর্তি করে খাবার পরিবেশন করতে হবে কিন্তু তার মধ্যে খাবার অল্প খাবে আর বাকিটা পুরোই নষ্ট হয়ে যাবে। এই চোখের খিদে বা চোখের জন্য যে অতিরিক্ত খাদ্যের প্রয়োজনীয়তা এটাও খুবই খারাপ একটি কাজ।
আমাদের প্রতিনিয়ত লোভ-লালসা সংবরণ করে চলা উচিত। কোনটা প্রয়োজন এবং কোনটা প্রয়োজন নয় সেটা সর্বদা আমাদের বুঝে চলতে হবে। বেঁচে থাকার জন্য যতটা আমাদের প্রয়োজন এবং নিজের শখ সৌখিনতা পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত আমাদের কোন কাজই করা উচিত নয়। প্রয়োজনের অতিরিক্ত কাজ আমাদের জীবনের শান্তি নষ্ট করে। মানুষ নিজেও বুঝতে পারেনা যে মানুষের কোন টুকু প্রয়োজন আর কোনটা প্রয়োজনের অতিরিক্ত। আসলে আমাদের প্রয়োজনের কোন শেষ নেই, আমরা যত অর্থ উপার্জন করি ততই ভাবি আরও বেশি উপার্জন করলে আরো বেশি উন্নতি করতে পারব এবং আরও বেশি অর্থ উপার্জনের আমাদের প্রয়োজন রয়েছে। এইভাবে অর্থের নেশায় আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি লোভ করে বসি। যা আমাদের কখনোই উচিত নয়। কথায় আছে 'অতিরিক্ত কোন কিছুই ভালো নয়'। প্রত্যেকটা অতিরিক্ত জিনিস আমাদের জীবনের জন্য ক্ষতিকর। তাই আমাদের সর্বদা নিজের প্রয়োজন বুঝে চলতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত যেকোনো চাহিদা থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit