কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
দিদির ছাদের একটি কোনাও বাকি নেই যেখানে গাছ লাগানো হয়নি। পুরো ছাদ ভর্তি বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। ছাদের একদম কোনা ঘেঁষে সুন্দর করে লাইন দিয়ে তারপর এক একটা গাছ লাগিয়ে রেখেছে। কিছু কিছু গাছ আবার এদিক-ওদিক ঝুলিয়ে রেখেছে। ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগালে অনেক সুন্দর লাগে দেখতে। ছাদের পরিবেশটাই যেন পুরো পাল্টে যায়। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের সাথে পরিচয় করাবো যা আমার দিদির ছাদ বাগানে ফুটে আছে। প্রত্যেকটি ফুল অনেক সুন্দর দেখতে।
এই গরমকালের প্রায়ই আমার জামাইবাবু দিদির জন্য বড় বাটি আইসক্রিম কিনে নিয়ে আসে। আর সেই আইসক্রিমগুলো খাওয়ার পর দিদি সে বাটিগুলো না ফেলে সেইগুলোর মধ্যে গাছ লাগিয়ে ছাদে ঝুলিয়ে রাখে। এছাড়াও আমার কাছ থেকে নিয়েও অনেক প্লাস্টিকের বাটিতে গাছ লাগিয়ে রেখেছে। যেহেতু প্লাস্টিকের বাটি তাই ফুটো করে ঝুলিয়ে রাখতে অনেক বেশি সহজ হয়। আর বাটিগুলো বিভিন্ন শেপের হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সত্যি কথা বলতে আমি সঠিক জানিনা কোন ফুলের কি নাম। আমার দিদির কাছে অবশ্য আমি শুনেছিলাম তবে এত জটিল এই ফুলগুলোর নাম যে আমি নামগুলো ভুলেই গেছি।
এই ফুল গুলোর মধ্যে কোনো কোনোটা দিদি নার্সারি থেকে কিনে এনেছে। দু-একটা ফুল গাছ দিদির বান্ধবী বাড়িতে পেয়েছিল সেখান থেকে ডাল সংগ্রহ করে লাগিয়ে দিয়েছিল এবং সুন্দর একটি গাছে পরিণত হয়ে সেই গাছে ফুল ফুটেছে। আমি দেখতাম আমরা যখন বিকাল বেলা হাটতে বের হতাম তখন দিদির নজর থাকতো কোথায় কোন ভালো ফুল ফুটেছে এবং নতুনত্ব ফুলের গাছগুলো পেলে সেগুলো দিদি সংগ্রহ করত। এইভাবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিদি এই ফুলের গাছগুলো লাগিয়েছিল তার ছাদে।
দিদির ছাদে একই রকম কোন ফুল গাছ দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গাছ আলাদা এবং প্রত্যেকটি গাছের ফুল আলাদা। নতুন নতুন যে সব ফুল অর্থাৎ যা সচরাচর দেখা যায় না সেসব ফুলগাছই দিদি তার ছাদ বাগানে রেখেছে। দিদির ছাদ বাগানের প্রত্যেকটা ফুলের নিজস্ব আলাদা সুগন্ধ রয়েছে, এবং নিজস্ব আলাদা রূপ রং রয়েছে। প্রত্যেকটি ফুল যেমন আলাদা দেখতে প্রত্যেকটি ফুলের গাছগুলো তেমন আলাদা ধরনের দেখতে। আমারও মাঝে মধ্যে খুব ইচ্ছা করে দিদির মত এমন সুন্দর একটি ছাদ বাগান তৈরি করতে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু অনেক ভাড়া থাকে এবং ছাদ কমন জায়গা তাই আমি গাছ লাগাতে পারি না।
তবে আমি যখনই দিদি বাড়িতে যাই তখন আমার দিদি বাড়ির এই ছাদবাগানটি দেখে সত্যি অনেক ভালো লাগে। ছাদে এত সুন্দর চারিদিকে ফুল ফুটে থাকে যে দেখেই মনটা শান্তিতে ভরে যায়। আর সত্যি কথা বলতে দিদি গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে। প্রথমে দিদি একাই এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল তবে পরবর্তীতে দিদিকে জামাইবাবু অনেক বেশি সহযোগিতা করে দিদির এই ছাদ বাগান তৈরি করতে। কারণ আমার জামাইবাবুর অনেক বেশি পছন্দ দিদির এই ছাদ বাগান।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার দিদির খুব সুন্দর একটা ছাদবাগান রয়েছে। এত রকম ফুল দেখে সত্যিই খুব ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর কিছু ফুল গাছ রয়েছে বাগানে। ফটোগ্রাফি গুলো দেখেই সত্যি মুগ্ধ হয়ে গেলাম। গাছগুলো খুব সুন্দর সাজানো গোছানো। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit