সময়ের সাথে সাথেই নিজেকে আপডেট করে তুলুন

in hive-129948 •  25 days ago 

update-5238354_1920.jpg

Source

আমরা সবাই তো মোবাইল ফোন ব্যবহার করি। আপনারা যদি ভালো কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেখানে লক্ষ্য করবেন প্রতি এক দুই মাস অন্তর অন্তর সেই মোবাইলকে আপডেট করতে হয়। সেই মোবাইলের পারফরম্যান্স এবং সফটওয়্যার রিলেটেড বিষয়গুলোকে যদি কোন সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করা হয়। একটু কল্পনা করে দেখুন মোবাইল ফোন কতটা স্মার্ট কিন্তু তারপরও তার কিছু কিছু বিষয়ে প্রতিনিয়তই পরিবর্তন করতে হয়, আপডেট করতে হয়। তাহলে একবার কল্পনা করে দেখুন কেন আপনি আর আমি নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারছি না, কেন নিজেকে আপডেট করতে পারছি না, প্রশ্ন করুন নিজের কাছে।

যেখানে সাধারণ মোবাইল ফোনও প্রতিনিয়ত আপডেট হচ্ছে সেক্ষেত্রে এই সমাজের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এমন কিছু স্কিল ডেভলপমেন্ট করতে হবে যেটা অন্যান্যরা খুব কম সংখ্যক করেন এবং এতে করেই আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। এই সমাজের কাছে একটি ভালো এবং স্কিল ফুল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। নিজেকে আপডেট করা বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ।

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ চলছে, এমত অবস্থায় নিজেদেরকে টিকিয়ে রাখাই একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে। এমত অবস্থায় সব কিছু মানিয়ে নিয়ে এমন কিছু স্কিলড ডেভেলপমেন্ট করতে হবে। যেগুলো আপনার অদূর ভবিষ্যতে আপনাকে অনেক কাজে দিবে এবং সেসব স্কিলের জন্যই হয়তো আপনি সাফার করতে পারবেন। হয়তো এই কথাগুলো বেশি সাইন্স ফি্কশন বলে মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন আজ থেকে পাঁচ দশ বছর পরে ঠিক এমনটাই ঘটবে। তাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!