বর্তমানে কেউ যদি আপনাকে কিংবা আমাকে জিজ্ঞাসা করে আমরা কেমন আছি সে ক্ষেত্রে আমরা নির্দ্বিদায় উত্তর দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তবে আমাদের এই ব্যক্তিগত জীবনে যে পরিমাণে ঝড় বয়ে যাচ্ছে সেই বিষয়গুলো হয়তো অন্য কোন তৃতীয় ব্যক্তি বুঝে উঠতে পারে না, কিংবা আমরা সেটা বুঝতে দেইনা কখনোই। তবে প্রতিটি মানুষের মধ্যেই একটি অশান্তি বিরাজ করে। প্রত্যেকটি মানুষের মধ্যেই একটি অলিখিত ব্যথা রয়েছে। যে ব্যথা কিংবা কষ্ট বেদনা সে অন্য কারো সাথে শেয়ার করতে পারেনা হোক সে যতই কাছের বন্ধু বান্ধব।
এই বিষয়টা অনেকটা আগেই আমি উপলব্ধি করেতে পেরেছি যখন থেকেই আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি তখন থেকেই। অনেক ছোট বড় অনেক সেক্রিফাইস আমি করেযাওয়ার চেষ্টা করি। যে বিষয়গুলো হয়তো আমি কখনোই মুখ ফুটে অন্য কাউকে বলি না। এই জীবন যুদ্ধে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি যে সকল সিদ্ধান্তের জন্য আমাকে পরবর্তীতে অনেক বড় মাসুল দিতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি কিন্তু ভিতরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি হয়েছে।
আমরা যতই বলি আমরা ভালো আছি কিন্তু দিনশেষে আমরা কেউ ভালো নেই। বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছি আমরা। একে অপরের খোঁজখবর নেওয়া ভুলে গেছি। আমরা যে একটি সমাজে বাস করি সেই সমাজের বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা সবকিছু অপেক্ষা করেই মনের শান্তিটা কোনোভাবেই জানো আসছে না। তবে আমি যখন সেজদায় আল্লাহতালার কাছে প্রার্থনা করি তখন আমি অনেকটা মানসিক শান্তি লাভ করি। হয়তো আগে অনেক বেশি নামাজ কালাম পড়তাম কিন্তু ইদানিং কেন জানি আর নামাজ কালামের পরিমাণটা অনেকটা কমে গেছে। তাই হয়তো মনের মধ্যে একটা অশান্তি সব সময় লেগেই রয়েছে। আমিও সিদ্ধান্ত নিয়েছি হয়তো নতুন জীবন শুরু করার আগে আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনার চেয়ে আবারো আগের পথে ফিরে যাব।