নতুন জীবনে পদার্পণ

in hive-129948 •  16 days ago 

heart-529607_1920.jpg

Source

একটা সময় ছিল যে সময়টা অনেক কিছুই কল্পনা করতাম, অনেক কিছুই চিন্তাভাবনা করতাম। আমার যেদিন বিয়ে হবে আমি এটা এটা করব। আমার যখন বিয়ে হবে তখন নিজের পরিবারকে খুশি করার জন্য যা যা করতে হয় সবকিছুই আমি করব। কেউ যেন আমার বিয়েতে অসুখী না থাকে, এই বিষয়গুলো আগে অনেক চিন্তা ভাবনা করতাম। কিন্তু যতই বিয়ের দিনটা ঘুনিয়ে আসছে ততই যেন বিভিন্ন ধরনের চিন্তায় জর্জরিত হয়ে যাচ্ছি।

তবে আমার পরিবার যে অসুখী কিংবা সুখী নয় এই বিষয়টাও কিন্তু নয়। তারাও কিন্তু এই বিয়ে নিয়ে ব্যাপক উদ্দীপনার মধ্যে রয়েছে। এখন থেকেই তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে যে, কোন ড্রেস পড়বে, কে কোন বিষয়গুলোর পারফর্ম করবে আবার কোথায় কোন অনুষ্ঠানগুলো হবে। এই বিষয়গুলো নিয়ে আমার পরিবারের এবং মানুষের মধ্যে অনেক ধরনের উদ্দীপনা ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি। কিন্তু তার বিপরীতে আমার অবস্থা একটু ভিন্ন। কারণ বর্তমানে বিয়ের সাথে অনেক ধরনের দায়িত্ব চলে আসে। অনেক ধরনের কর্তব্যবোধ চলে আসে। যে বিষয়গুলো যতই দিন যাচ্ছে ততই যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে।

আগে মনে হতো বিয়ে একটি সামাজিক বন্ধন এবং আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এই বিষয়গুলো করা প্রত্যেকটা মুসলমানের ফরজ কাজ হিসেবে ধরা হয়। কিন্তু এর সাথে সাথে ব্যাপক দায়িত্ব এবং কর্তব্যবোধ চলে আসে। এই বিষয়টার জন্য আমি হয়তো পুরোপুরিভাবে নিজেকে প্রস্তুত করতে পারছি না। তবে ইনশাআল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সেই বিষয়টা হয়তো করে উঠতে পারব কিন্তু তারপরও বেসিক বিষয়গুলো বুঝে উঠতেই আমার অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আমি অন্য কারো সাথে শেয়ার করতে পারছি না, নিজের মধ্যেই চাপা রেখেছি এবং নিজের মধ্যে থেকেই সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছি। জানিনা আমি কিভাবে সব কিছু ম্যানেজ করে উঠতে পারবো, তবে নিজের প্রতিও একটা বিশ্বাস বোধ কাজ করছে।

তবে আমি এটাও শিওর নয় যারা বর্তমানে বিয়ে করেছেন তাদের বিয়ের আগেও কি এরকম কোন অবস্থার সৃষ্টি হয়েছিল কিনা? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে ছোট করে জানাতে পারেন। আমাকে তাহলে হয়তো এই বিপদ থেকে একটু হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারব এবং এই বিপদ থেকে একটু হলেও উদ্ধার হতে পারব। যদিও বিপদ বলে আখ্যায়িত করছি তবে এটা খুশির সংবাদ এবং এই খুশির সংবাদ টা এবং এই খুশির আমেজটা আমি সবাইকে দিতে চাই। সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি এটার জন্যই সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!