আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি ফলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে তাই তো ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না। যদিও এখন সময়ের অভাবে তেমন বাইরে যাওয়া হয় না। আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে বেশি চাপে থাকতে হয়। বর্তমান বাচ্চারা পড়াশোনা করতে চায় না বলেই চলে। যাইহোক বাচ্চাদের পরীক্ষা চলছে তাই আজ বিকেল বেলা একটু সময় পেয়েছিলাম। তাই আমাদের বাগানে বের হলাম। আসলে অনেক দিন পরে বাগানে গিয়েছিলাম তাই অনেক ভালো লেগেছিল। তাই বেশ কিছু ফলের কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। সত্যি নিজের গাছের ফল দেখতে অনেক ভালো লাগে। বিকেল বেলা এভাবে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। আর যদি সামনে এমন ফল থাকে তাহলে তো কথায় নেই। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এটি হচ্ছে লিচু। এখন হচ্ছে ফলের মৌসুম। আসলে লিচু ফল সবাই অনেক পছন্দ করে। তবে লিচু বেশি দিন রেখে খাওয়া যায় না। যাইহোক আমাদের বাগানে লিচু গাছ লাগিয়েছি কয়েক বছর ধরে এবার কিছু লিচু ধরেছে।তাই বিকেলে দেখে অনেক ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি। এই লিচু গুলো বাচ্চাদের অনেক প্রিয়।
এটি হয়তো আমরা সবাই চিনি।এগুলো হচ্ছে আম রুপালি। আমার কাছে মনে হয় আমের মধ্যে আম রুপালি সবচেয়ে বেশি মিষ্টি। আমাদের চারা গাছে বেশ কিছু আম ধরেছে তাই বিকেল বেলা দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি আম রুপালি গুলো খেতে অনেক ভালো লাগে।
এটি হচ্ছে আমাদের গাছের জাম্বুরা। আমাদের গাছে অনেক জাম্বুরা এসেছে। তবে এখন অনেক ছোট। আর এই জাম্বুরা গুলো অনেক বড় হয় আর অনেক মিষ্টি। তাই আজ বিকেলে ঘুরতে গিয়ে এই ফলের ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি গাছে এমন ফল দেখতে অনেক ভালো লাগে। এই ফল পাকলে সবার দাওয়াত রইল চলে আসবেন হা হাা হা
এগুলো হচ্ছে পানিফল, আমরা এগুলোকে পাইনেল বলে থাকি।আমাদের গাছে এগুলো অনেক ধরেছে। আসলে সব গুলো খাওয়ার থেকে ছড়ে পড়ে যায় বেশি ।তবে এই ফল গুলো খেতে অনেক মিষ্টি। আমার ছোট মেয়ের অনেক পছন্দ।
এগুলো হচ্ছে কমলা লেবু । যদি ও এই কমলালেবু গুলো এবার পথম ধরেছে।আসলে গাছে এভাবে ফল দেখলে খাওয়ার চেয়ে দেখতে অনেক ভালো লাগে। তবে প্রথম ধরেছে এখনো খাওয়া হয়নি। তবে আশাকরি খেতে অনেক ভালো হবে।
এগুলো হচ্ছে করমচা ফল। এই ফল গুলো অনেক দিন ধরে আমাদের গাছে ধরেছে।এবার অনেক করমচা ফল ধরেছে।তাই বিকেল বেলা গিয়ে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি করমচা ফল গুলো দেখতে ও খেতে অনেক ভালো লাগে। তাই ফটোগ্রাফি করে নিয়েছি।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1919412258922225941?t=_URRJlWlIxGcU5biAKwwBQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/MimiRimi1683671/status/1919329408185229577?t=VbR9e7Us4kb99H6qAAmLeQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রীষ্মকাল হলো ফলের মৌসুম। এ সময় নানান ফলমূল পাওয়া যায়। প্রতিটি ফলের স্বাদ আলাদা রকম। বেশ কয়েকটি চমৎকার ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার আম খুব পছন্দ। আর কিছুদিনের মধ্যেই আম পেকে যাবে। লিচু খেতেও চমৎকার লাগে। ফটোগ্রাফি গুলো দেখে লিচুর কথা মনে পড়ে গেল। সুন্দর উপস্থাপনায় ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit