আমি @rahimakhatun
from Bangladesh
৪ই ফেব্রুয়ারি ২০২৫
ঈদের সময় ফ্রিজের মাংস আর কাঁচা মরিচ চুরি করে নিয়েছিলো।তারপর আবার কয়েকদিন পর পাশের ফ্ল্যাটে চুরি হয়।পাশের ফ্ল্যাটে এক আপু জব করে তাই তার ফ্ল্যাট সব সময় দিনের বেলা তালা থাকে যার জন্য তালা খুলে ভিতরে যায় তারপর পুরো বাসা উলটপালট করে,তার ভাগ্য ভালো ছিলো সে টাকা এনে ছোট টলির কাপড়ের নিচে রেখেছে যার জন্য চোর টের পায়নি।তারপর পাশের ফ্ল্যাটে মানুষ দেখে ফেলে তারপর তারা চোর চোর বলে চিৎকার করে পরে এলাকার মানুষ চোরকে ধরতে সক্ষম হয় বেশ মাইর দেয় চোরকে।
যাই হোক হঠাৎ ভোর বেলা আমার মা দেখে পাশের ফ্ল্যাটে তালা নেই। মা ভেবে ছে তারা হয়তো বেড়াতে যেয়ে ফিরে এসেছে।তখন মা ডাক দিতে যায় পরে দেখে পুরো ঘর এলোমেলা তারপর আর কি তেমন কিছুই নিতে পারেনি কারন তারা টাকা আর গোল্ড সাথে করে নিয়ে গিয়েছিল তাই চোর আর নিয়ে যেতে পারেনি।এবার হচ্ছে গতকালের ঘটনা।আমাদের ঘরে ভাড়াটিয়া আর তার মেয়ে আসছিলো।
আমরা কথা বলছিলাম।বিকেলের দিকে।প্রায় আমরা গল্প সল্প করি একসাথে বসে।ওর মেয়ে কে ও ওর বাসায় যাবো আর খাবো বলে রাগান্বিত করছিলাম।ওরা মা মেয়ে আমাদের সাথে কথা বলে বেশ কিছু ক্ষন ছিলো তারপর সে তার জা এর বাসায় ছিলো।তারপর বাসায় এসে দেখে তালা খোলা আর ছিটকারি দেওয়া।তারপর ঘরে ঢুকে দেখে পুরো ঘর এলোমেলো।তাদের একটা মাটির ব্যাংক ছিলো সে টা ভেঙে সব টাকা নিয়ে গিয়েছে।প্রায় দশ পনেরো হাজার টাকা ছিলো তারপর তার পার্সব্যাগে টাকা ছিলো সেটার ভেতর নিয়ে গিয়েছে। তারপর আলমারি খুলে জামাকাপড় ঘেটে গিয়েছে আর কিছু আছে কিনা,তারপর ড্রেসিং টেবিল এমন কি বিছানার চাদর উল্টিয়ে গিয়েছে। ওয়ার ডোপের কাপড় চোপড় ও ঘেটে গিয়েছে কিছু পায় কিনা।ওদের নাকি ওয়ারডোপের কাপড়ের নিচে বেশ কিছু টাকা ছিলো আর চুলার নিচে মোবাইল ছিলে চোর এটা খেয়াল করেনি,খুব কম সময়ে তাড়াতাড়ি কাজ সেরেছে তারা।কি যে একটা অবস্থা।
ও তো প্রায় কান্না কান্না ভাব,তার জামাই আসলে তো বকবে।আসলে কি আর করার কেউ আর তো দায়ী নয়।দিন দিন চোরের সংখ্যা বাড়ছেই। এত ভারি আর শক্ত তালা খুললো কি করে। ওদের কাছে নাকি অনেক রকমের তালার চাবি থাকে।তাই তারা সহজেই তালা চাবি খুলতে পারে।।আসলে কোন কিছুই নিরাপদ না।কেমনে যে কি করবে মানুষ।সব সময়ই আতংকে থাকা লাগে।
আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছিঁচকে চোরের উপদ্রব বেড়েছে বলে মনে হচ্ছে।আপনাদের আশেপাশে এত চুরি ! আপনাদের আরো বেশি সাবধান হতে হবে। আপনার চোরের অপকর্ম পড়ে আমরাও সচেতন হবো আর কি! আপনার ও আপনার বাবুর দ্রুত সুস্থতা কামনা করছি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান আমাদের দেশের অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছে। প্রতিনিয়ত খুন চুরি ডাকাতি এই সমস্ত বিষয়গুলো কানে আসতে আছে। না জানি কখন কে কোন ক্ষতিতে পড়ে যায়। অনেক সাবধানে থাকতে হবে আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার আর আপনার বাবুর সুস্থতা কামনা করছি।মা আর বাচ্চা একই সাথে অসুস্থ হলে বিষয়টা ভীষণ কষ্টের।যাই হোক আপনার আজকের এই চোরের ঘটনা শুনে খারাপ ই লাগলো। চোর এতো বৃদ্ধি পেলো আবার।সবাইকে আসলে সাবধানতা অবলম্বন করা উচিত।চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত চুরির ঘটনা ঘটলে তো সবসময়ই আতংকের মাঝে বসবাস করতে হয়! আসলেই যে কোনো এলাকার সিকিউরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যারা একটু বুদ্ধি করে জিনিসপত্র কিছুটা লুকিয়ে আনকমন জায়গায় রেখেছে, তারা কিছুটা হলেও কম ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন। তবে এভাবে কতদিন, ব্যবস্থা না নিলে আরোও বেপরোয়া হয়ে উঠবে ছিচকে চোরের দল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit