আমি @rahimakhatun
from Bangladesh
৬ই মার্চ ২০২৫
দেখা যায় অনেক ভালো মানুষ ও হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে আবার অনেক খারাপ মানুষও ভালো হয়ে যাচ্ছে। আমার একটা কাজিন আছে বেশ মজার মানুষ ছিলো।কাজিন রা মিলে কত কত দুষ্টামি করেছি এখন কাজিন এত পরিবর্তন হয়েছে এখন দেখলে আর আগের মত কারো সাথে কথা তেমন বলে না।
কেউ পরিস্থিতির কারনে বদলায়।হয়তো আমি বদলিয়েছি।আগের স্টুডেন্ট লাইফের জীবন আর এখনকার জীবন পুরোপুরি আলাদা।আগে রাত জেগে কথা বলতে পারতাম আর এখন রাত জেগে ছেলেমেয়ে কে যত্ন করি।আগে যেমন কোথায়ও যেতে নিলে এক ঘন্টা আগে রেডি হওয়া লাগতো। লিপস্টিক, কাজল আর টিপ ছিলো নিত্যদিনের সঙ্গী আর এখন শেষ কবে এগুলো দিয়ে সেজেছে আর মনে করতে পারছি না।
চাইলে পৃথিবী পরিবর্তন করা যায় না তবে চাইলে নিজে পরিবর্তন হওয়া যায়। কথায় আছে নিজেকে বদলাতে না জানলে সময় তোমাকে পরিবর্তন করে দিবে।আসলে যে যত তাড়াতাড়ি নিজেকে সময় অনুযায়ী পরিবর্তন করতে পারে সেই সবচেয়ে সুখী মানুষ।
আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত সময়ের সাথে।সময়ের সাথে সাথে দায়িত্ব বড় হতে থাকে তখন পরিবর্তন হওয়া লাগে।আমি আমার ছেলেকেই দেখি।আমার এই ছোট ছেলেটা এখন তার পিচ্ছি বোনের দায়িত্ব নেয়।আমি যদি কোন কাজে থাকি আমার ছেলেটা তার বোনকে দেখে শুনে রাখে।এই তো কাল যখন ভোরে আমি ভাত খাচ্ছিলাম তখন আমার মেয়েটা উঠে সে কি কান্না। আমার ছেলেও তখন ঘুমে,ও তার বোনের কান্না শুনে সাথে সাথে উঠে বোনকে কান্না থামানোর কত কি চেষ্টা। ছোট বাবুটাও তার ভাই কে বেশ ভালো করেই চিনে।ভাইয়ের আদর পেয়ে আবার ঘুমাচ্ছিলো।আমার ছেলে সময়ের সাথে সাথে দায়িত্ব টাও নিতে শিখে গিয়েছে।
আজকে আর নয় ,আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে মানুষের পরিবর্তন হবে স্বাভাবিক। এই পরিবর্তন আচরণগত শারীরিক মানসিক যেকোন কিছু হতে পারে। তবে অনেক সময় অনেকের পরিবর্তন আমরা মেনে নিতে পারি না। কিন্তু পরিবর্তন প্রকৃতির নিয়ম। বেশ সুন্দর লিখেছেন আপনি আপু। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit