আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে অনেক কিছু নিয়ে লেখালেখি করতে ইচ্ছে করে। কিন্তু সত্যি কথা বলতে আসলে সবকিছু নিয়ে আর লেখা হয়ে উঠে না। কারণ মনের কথাগুলো ভাষার মাধ্যমে লেখায় প্রকাশ করাটা কতোটা কষ্টকর সেটা হয়তো আমরা অনেকেই জানি। যেমন আমরা যদি খুব আনন্দিত হই। সেটা যেমন আমার লেখায় ফুটিয়ে তুলতে আমি অপারগ। ঠিক একইভাবে আমার যদি খুব মন খারাপ থাকে। আমার সাথে যদি অনেক খারাপ কিছু ঘটে যায় এবং আমি যদি একেবারে দুমড়ে যাই। সেটাও আসলে লেখায় প্রকাশ করাটা খুব কষ্টকর।
কারণ আমার বর্তমান পরিস্থিতি কি কিংবা আমি এখন কেমন বোধ করছি। সেটা লেখায় প্রকাশ করা কখনোই সম্ভব নয়। আর সেটা যদি লেখায় প্রকাশ করতে যাই। তাহলে হয়তো তার অর্ধেক ও ভাবলো ভাবে আপনারা কখনোই টের পাবেন না। তবে এখানে একটি ব্যাপার রয়েছে যে, একজন কখনোই অন্যজনের কষ্ট সম্পূর্ণ বুঝতে পারে না। এটা আসলে তিক্ত হলেও সত্য। তেমন একটি তিক্ত ব্যাপার হলো মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটি। আসলে আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি কিংবা ব্যক্তিগত অবস্থা বলি। তাহলে আমি তখনই কোনো মানুষ থেকে মুখ ফিরিয়ে নেই। যখন দেখি যে সে সত্যিই একেবারে সর্বসীমা পার করে ফেলেছে। অর্থাৎ যে আমাকে কষ্ট দেওয়ার আর কোনো সীমা রাখেনি। তখন আমি আসলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেই।
আসলে অনেক মানুষ এটাই বলে যে, আমি খুব অল্পতেই মুখ ফিরিয়ে নেই কিংবা মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটি ভালো নয়। অর্থাৎ মানুষের সমস্যা হতেই পারে এই ধরনের কথা অনেকেই বলে কিংবা সবাই বলে কিন্তু আসলে আমি কোনো মানুষের দিক থেকে যখন মুখ ফিরিয়ে নিলাম। তখন কিন্তু এটা কেউ বিবেচনা করে না যে, আমি আসলে আমার কতটা কষ্ট থেকে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তাই যখন কেউ আসলে বারবার জিজ্ঞেস করে যে কেনো অল্পতেই মুখ ফিরিয়ে নিয়েছি। তখন আসলে যে প্রশ্নগুলোর উত্তর আমার দিতে ইচ্ছা করে না। কারণ কতোটা তীব্র কষ্ট থেকে সেই প্রিয় মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেই কিংবা মুখ ফিরিয়ে নিতে হয়। সেটা একমাত্র আমি জানি।