আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন যদি কোন এক মাস ইন্টারনেট না থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে আমাদের আর্থিক ব্যবস্থাগুলো সব কিছুই কিন্তু নিমিষেই ধ্বংস হয়ে যাবে। এমত অবস্থায় আমরা দৈনন্দিন কোন কাজেই ঠিকভাবে করে উঠতে পারবো না। এইতো কিছু মাস আগেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমাদের এই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সব ধরনের ব্যবস্থায় ধস নেমে পড়েছিল এবং বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। এমতাবস্থায় যদি কোন এক বছর কিংবা এক যুগের মত যদি ইন্টারনেট না থাকে তাহলে আমাদের অবস্থা কি রকম হবে একবার চিন্তা করে দেখুন।
দেখুন, আমরা যে সময়টা পার করে এসেছি সেই সময়টাকে হয়তো আমরা ফিরে যেতে পারবো না। তবে সেটা স্মৃতিচারণ তো অবশ্যই আমরা করতে পারি। আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমাদের হাতে মোবাইল ফোনও ছিল না, তখন ইন্টারনেট তো অনেক দূরের কথা। তখন কিন্তু আমাদের সামাজিক পরিবেশ কিংবা সামাজিক বন্ধন কিংবা ভালোবাসার বন্ধন গুলো অটুট ছিল এবং আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা কিংবা দায়িত্ববোধকে সবকিছু কিন্তু আমরা ভালোভাবেই পালন করতে পেরেছি। আস্তে আস্তে ইন্টারনেট আসার পর থেকে সেই বিষয়গুলো থেকে আমরা কিন্তু বার হয়ে এসেছি।
আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্মে আমরা এনালগ যুগো দেখেছি এবং ডিজিটাল যুগের অংশ হতে পেরেছি। এই দিক থেকে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে করি। কারণ, আমরা ইন্টারনেটের সুরুটা দেখেছি। হয়তো শেষটা দেখতে পারবো না। তবে এই যে আগে এবং পরের যে জীবনের যে পার্থক্য সেটা আমরা অনেক ভালোভাবে অনুধাবন করতে পারছি। কিন্তু বর্তমান প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা কখনোই অনুভব করতে পারবেন। তা অবশ্যই মন্তব্য জানতে পারেন। ধন্যবাদ।