বর্তমানে আমরা এমন একটি সমাজে বসবাস করছি যার কাছে বেশি অর্থ-সম্পদ রয়েছে সে তত বেশি সমাজের কাছে প্রাধান্য পায়, তার পাওয়ার কিংবা ক্ষমতা তত বেশি থাকে। মানুষ বেশি গ্রহণযোগ্যতা পূর্ণ আচরণ করে এবং সমাজেও তার একটি নির্দিষ্ট ভ্যালু কিংবা দাম রয়েছে। কিন্তু অপর প্রেক্ষিতে আমাদের প্রকৃত সমাজ অনুযায়ী এটা হওয়ার কথা ছিল না। একজন ভালো মানুষ হলেই সে ক্ষেত্রে তিনি সমাজে একটি ভালো সম্মান প্রত্যাশা করতেই পারে। এটাই প্রকৃত সমাজের উদাহরণ কিন্তু বর্তমানে এর ছিটেফোটাও আমরা সমাজে দেখতে পারিনা।
আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ কিংবা সম্পদ থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার আশেপাশে অনেক বন্ধু রয়েছে আপনার আত্মীয়-স্বজন থেকে শুরু করে আপনার কাছের মানুষ সবাই আপনাকে ভালবাসতে শুরু করেছে। কিংবা ভালোবাসার নাটক করছে। আপনি সবার কাছেই অনেক মহামূল্যবান একটি সম্পদে পরিণত হবেন। কিন্তু অপরদিকে যেই ব্যক্তি মাত্র স্ট্রাগেল করছে কিংবা পড়াশুনা শেষ করে চাকরির জন্য দ্বারে দ্বারে খুঁজে বেড়াচ্ছে, আত্মীয়-স্বজনরা ও তাকে পরিচিত বলে সম্মতি প্রদান করতে ব্যর্থ হন এবং এই বিষয়টা আমি নিজেও অনেকবার ফেস করেছিলাম।
তবে সমাজের প্রকৃত অর্থে এমন হওয়া মোটেও ঠিক নয়। আমরা ভালো মানুষ কিংবা খারাপ মানুষ যাই হই না কেন সমাজে তার নির্দিষ্ট নিয়মে আমাদেরকে পরিচালিত করতে পারবে বলেই আমি প্রত্যাশা করি। সব সময় একজন ভালো মানুষ হতে গেলে সব সময় অন্যের ভালো কথা চিন্তা করতে হবে কিন্তু এখন অন্যের ভালোর কথা কে বা চিন্তা করেন? একবার কল্পনা করে দেখুন এরকম মানুষ আজকাল বেঁচে আছে? এটাই আমার সন্দেহ হয়নি। যাইহোক আজ অনেক কথা বলে ফেললাম, অন্যদিন অন্য সব বিষয় নিয়ে কথা বলব, ধন্যবাদ সবাইকে।