পরিবার কথাটি অনেক ছোট হলেও এর তাৎপর্যটা অনেক বেশি। আমরা ছোট থেকেই বড় হই একটি পরিবারের মাধ্যমে এবং পরিবারের মানুষজন থেকে আমরা বিভিন্ন ধরনের বিষয়বস্তু শিখতে পারি। এবং পরিবার থেকে প্রাপ্ত শিক্ষাই আমাদের পরবর্তী জীবনে কি রকম প্রভাব ফেলবে তার একটি বড় নির্দেশনা দিয়ে দেয়। আপনি যদি ভালো পরিবারে জন্মগ্রহণ করেন এবং সঠিক শিক্ষা পান তাহলে নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ হয়ে এই পৃথিবীতে বিচরণ করতে পারবে।
অপরদিকে আপনার আমার বেড়ে ওঠা থেকে একটু খারাপ পরিবেশে হয় সে ক্ষেত্রে অনেকটাই চান্স থাকবে আপনিও সেই পথেই চলে যাবেন। যদি এটা নিশ্চিতভাবে বলা ঠিক নয়। তবে আমাদের পরিবেশ এবং আশেপাশের বিষয়বস্তুর উপরেই কিন্তু নির্ভর করে আমরা কেমন হব এবং আমাদের চিন্তা ভাবনা কেমন হবে। সব কথাই একটি বিষয়ে মাথায় রাখতে হবে। পরিবার আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। পরিবার থেকেই আমরা প্রাথমিক তাত্ত্বিক জ্ঞান পাই, কথা বলা শিখতে পাই। এছাড়াও আমাদের পড়াশোনা সম্পর্কে প্রাথমিক ধারণাও সেখান থেকেই পাই। পরিবার আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ।
জীবনে আর যাই করেন না কেন নিজের পরিবারকে কষ্ট দিয়ে কখনো কোন কিছু করতে যাবেন না। এটা হিতে বিপরীত হয়ে যাবে। মা-বাবাকে কষ্ট দেওয়া মানেই হচ্ছে নিজেকে কষ্ট দেওয়া। একটু চিন্তা করে দেখুন সেই মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। তারা যা করবে তা অবশ্যই আমাদের ভালোর জন্যই করবে। এই বিষয়টা সবসময় মাথায় থাকলে হয়তো সুন্দর একটি পরিবারে আপনি বেড়ে উঠতে পারবেন এবং বড় হওয়ার পরেও আপনি আপনার পরিবারকে সেভাবেই আগলে রাখতে পারবেন। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।