ছোট থেকে যখন আমরা বুঝতে শিখেছি তখন থেকেই আমরা এই সমাজের অলিখিত কিছু নিয়মকানুন সবসময় মেনে চলার চেষ্টা করি। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে গেলে পড়াশোনা করতে হবে, এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে, কত ধরনের শিক্ষা রয়েছে সে সবকিছু গ্রহণ করতে হবে। নিজেকে এতটাই যোগ্য করে তুলতে হবে যেন আমরা আমাদের পরিবারের দায়ভার কিংবা দায়িত্ববোধগুলো নিজের কাঁধে নিয়ে চলতে পারি। কিন্তু দিন শেষে দেখা যাবে কি জানেন, ফলাফল শূন্য।
যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে যখন আমাদের এই সুন্দর পৃথিবীতে আমাদের বেঁচে থাকার সময়ে ফুরিয়ে আসবে। তখন সবকিছুই কেন যেন মূল্যহীন বলে মনে হবে। পৃথিবীর সমস্ত সম্পত্তি মিলেও আমরা এক সেকেন্ড সময় কিনে কিনতে পারবো না। তাহলে একবার বিবেচনা করে দেখুন এই সমাজের এতসব আয়োজন এই সবকিছুই কিন্তু কোন না কোন একদিন আপনার কিংবা আমার জন্য একদম নিঃস্ব হয়ে যাবে, তখন নিজের প্রাণটাই আর থাকবে না।
আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য যতটুকু দরকার আমাদেরকে ততটুকুই করে যেতে হবে এবং সব সময় মনে রাখতে হবে এই পৃথিবীতে সময়টা আমাদের অনেকটা কম সময়ের জন্য। কিন্তু এই বিষয়টা আমরা বারবার ভুলে যাই এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাই। সেই মানুষটার দিনে কয়েকবার মৃত্যুর কথা স্মরণ করে, আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি সেই মানুষটা আর যাই হোক না কেন খারাপ হতে পারে না কিংবা কোন ধরনের অপকর্ম সাথে নিজেকে জড়িয়ে ফেলতে পারেনা। আপনার কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ।