জীবনে একটা ভালো বন্ধু দরকার। বন্ধুত্ব এমন একটি বিষয় যেটা রক্তের সম্পর্ক চেও মাঝে মাঝে দৃঢ় হয়। তবে এইসব বন্ধু খুঁজে পাওয়াটাও কিন্তু খুব বেশি একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবেই মনে করি বন্ধুত্ব করার আগে বেশ কিছু বিষয় বিবেচনা করে নেওয়া উত্তম। এমনটা নয় যে আপনার অনেকগুলো বন্ধু থাকতে হবে। এই বিষয়গুলোতে খুব বেশি সমস্যার ক্রিয়েট হয় বলে আমি মনে করি। আমি সবসময় কোয়ালিটি কে বিশ্বাসই করি, আপনার কোয়ালিটি ফুল যদি একজন বন্ধু থাকে সেটাই আপনার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি।
আমাদের জীবনে এমন কিছু বন্ধু থাক যে সকল বন্ধুরা স্বার্থের জন্য নয় বরং আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবে। যে বন্ধুটা সবসময় তার আনন্দের মুহূর্তগুলো আপনার সাথে কাটাতে চাইবে এবং দুঃখগুলো ভাগাভাগি করে নিবে। যে মানুষটা আপনার সাথে সবসময় থাকবে এবং আপনার ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্বসহকারে শুনবে এবং সমাধান দেওয়ার চেষ্টা করবে। বিষয়টা অনেক সাহিত্যিক মনে হলেও এমন অনেক মানুষ রয়েছে যেসব বর্ণনা আমি উপরে দিলাম।
বর্তমান সময়ে এই স্বার্থের দুনিয়ায় ভালো বন্ধু খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর একটি বিষয়। প্রত্যেকটি মানুষ নিজ নিজ স্বার্থ নিয়েই আমাদের সাথে বন্ধুত্ব করতে আসে। এ সকল দুধের মাছিকে আইডেন্টিফাই করে তাদের সাথে যতটা দূরত্ব সম্ভব মেনটেন করতে হবে। জীবনে খুব বেশি বন্ধু-বান্ধবের প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকজন বন্ধু-বান্ধব থাকলেই আপনি আপনার জীবনকে অনেক ভালো উপভোগ করতে পারবেন। এটা আমি বলছি না অনেক গবেষক এই বিষয়ে অনেক বই লিখে গেছে সেসব বই পড়েই তার সারসংক্ষেপগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করছি। যাইহোক আপনার কি কোন এরকম বন্ধু আছে তাহলে অবশ্যই তাকে মেনশন করতে পারেন এই পোষ্টের কমেন্টে, ধন্যবাদ সবাইকে।