আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৪ ই মে ২০২৫ ইং
বদরগঞ্জে এ বছর অনুষ্ঠিত হলো বিজ্ঞানপ্রেমীদের জন্য এক অনন্য উৎসব—বদরগঞ্জ বিজ্ঞান মেলা ২০২৫। প্রতিবারের মতো এবারও মেলাটি স্থানীয় স্কুল, কলেজ এবং উদ্ভাবনী চিন্তাধারার তরুণ মেধাবীদের মিলনমেলায় পরিণত হয়। বিজ্ঞানভিত্তিক প্রকল্প, রোবটিক্স প্রদর্শনী, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত নানা বিষয় মেলাটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। মেলার প্রতিটি কোণেই ছিল নতুনত্বের ছোঁয়া কখনো হাইড্রোপনিক্স পদ্ধতিতে চাষাবাদ, আবার কখনো সৌরশক্তিচালিত যানবাহনের নমুনা। আসলে আমাদের বদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই মেলার মধ্যে অংশগ্রহণ করেছিল।
এই বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও পরিবেশ রক্ষা বিষয়ে দারুণ সচেতনতা লক্ষ করা গেছে। বিভিন্ন স্টলে দেখা মিলেছে গ্রিন এনার্জি নিয়ে তৈরি মডেল, পানি বিশুদ্ধিকরণ যন্ত্র এবং স্বল্প খরচে কৃষি প্রযুক্তির উদ্ভাবনী চিন্তা। এ ছাড়া রোবট তৈরিতে আগ্রহী অনেক শিক্ষার্থী নিজেদের বানানো স্বয়ংক্রিয় যন্ত্র উপস্থাপন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে উপজেলা পরিষদের যারা উচ্চ পর্যায়ের লোক রয়েছে তারা এই মেলা পরিদর্শন করতে আসেন। এছাড়া ও এলাকার অনেক লোক এই মেলা পরিদর্শন করার জন্য আসেন।
মেলায় ছিল বিজ্ঞান-ভিত্তিক কুইজ, কর্মশালা ও হাতে-কলমে শেখার ব্যবস্থা, যা শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞানচর্চাকে আরও উৎসাহিত করেছে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বদরগঞ্জ বিজ্ঞান মেলা হয়ে উঠেছে এক প্রাণবন্ত, শিক্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা। যারা এই মেলার মধ্যে ঘোরাঘুরি করেছেন তারা এই মেলা থেকে সামান্য কিছু বিষয় হলেও জানতে এবং শিখতে পেরেছেন। আসলে এধরনের মেলা গুলো উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই মেলা গুলো থেকে অনেক কিছু বিষয় শিখার রয়েছে।
বদরগঞ্জ বিজ্ঞান মেলা ২০২৫ কেবল একটি প্রদর্শনী ছিল না, বরং এটি ছিল আগামী দিনের উদ্ভাবকদের জন্য এক প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজের চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়। মেলা শেষ হলেও এর প্রভাব থেকে যাবে দীর্ঘ সময়। বদরগঞ্জের তরুণ বিজ্ঞানীরা যে দেশ ও জাতিকে এগিয়ে নিতে প্রস্তুত, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই মেলা। ছাত্র ছাত্রীরা বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে খুবই সুন্দর সুন্দর তথ্যপ্রযুক্তি গত জিনিস পত্র তৈরি করেছেন, এটা আসলেই আমাদের জন্য অনেক ভালো। যেসব শিক্ষার্থী এই মেলার মধ্যে অংশগ্রহণ করেছিল তারা ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে।
প্রত্যেকটি ছাত্র ছাত্রীরা তাদের বুদ্ধি খাটিয়ে খুবই সুন্দর সুন্দর বিজ্ঞান বিষয়ক জিনিস পত্র তৈরি করেছিলেন।এই মেলার মাধ্যমে তারা বিজ্ঞানকে বইয়ের পাতার বাইরে এনে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখার সুযোগ পায়। এটি শুধু বিজ্ঞানমনস্কতা গঠনে সহায়ক নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবক ও গবেষকদের অনুপ্রাণিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজ্ঞান মেলার এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত, যাতে একটি বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে ওঠে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1919059367426490515?t=PNFfqaGAvLXK1BEhW3G4CQ&s=19
https://x.com/Riyadx2P/status/1919059718804259014?t=PNFfqaGAvLXK1BEhW3G4CQ&s=19
Screenshot
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit