সবাইকে প্রাণঢালা অভিনন্দন!!!
আসা করি শীতের এই সুন্দর দুপুরে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহ্র কৃপায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
আমার নাম মোঃ সালাউদ্দিন ইবন সজিব।
আমি একজন বাংলাদেশি। আমি জন্মগ্রহণ করেছি ঢাকা জেলায় , বর্তমানে সাভারে পরিবার নিয়ে বসবাস করছি। আমি আমার মায়ের কোল জুড়ে পৃথিবীর মুখদেখি দীর্ঘ ৩৭ বছর আগে। মানে ১৫ অক্টোবর ১৯৮৪ সালে।
আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা । আমি গভীর ভাবে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা ও যারা যারা আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে আমাদেরকে দিয়েছেন স্বাধীন ভাবে মাথা উচূ করে বাঁচার স্বাদ।
আমার ছোট সংসারে রয়েছে আমার সাথে আমার দুই দুষ্ট-মিষ্টি ছেলে । যারা এখন আমার পৃথিবী ।
এছাড়া আমার সংসার এর হোম মিনিস্টার তো আমাদের পরিচালনায় সর্বদা নিবেদিত প্রাণ।
আমি যেভাবে প্রথমে steemit প্ল্যাটফর্মে সাথে পথ চলতে শুরু করলাম। আমার বড় বোনের ছেলে alamin আমাকে সাইটের ব্যাপারে জানিয়েছিল এবং আমি কোন কিছু চিন্তা না করে আমি শুরু করে দিয়েছিলাম। এর পর আমি আমার কাজের জন্য মানে অফিস ও ব্যবসার কারনে তেমন একটা সময় দিতে পারতাম না। তবে মন প্রাণ দিয়ে Steemit কে ভালোবেসে গিয়েছি। অন্য কমিউনিটিতেঁ ও আমি কাজ করেছি কিন্তু কোথাও যেন নিজের ভাষার বহিঃপ্রকাশ করতে পারিনি। স্বাধীনটাকে মনে হয় শিকল দিয়ে বেঁধে সকল ক্ষমতা নিজেদের হাতে রেখে শুধু মুখ দেখানোর জন্য ব্যস্ততা......।
অনেক দিন পর একদিন আমি "আমার বাংলা ব্লগ" এর একজন সন্মানিত MODERATOR এবং আমার সূ পরিচিত @hafizullah ভাই এর আমন্ত্রণে নিজিকে অনেক ধন্য মনে করে আজ থেকে এই "আমার বাংলা ব্লগ" এ নিজের কিছু কাজ শেয়ের করব এবং আমি মনে করি এই কমিউনিটি সত্যিই অসাধারণ হতে চলেছে আমাদের জন্য এবং যারা যারা পরিচালনা করছেন তাদের জন্য রইল শুভ কামনা আপনাদের তুলনা আপনারা নিজেরাই। এছাড়াও এখানে নিয়ম-শৃঙ্খলা আমি মনেকরি অন্য কমিউনিটি থেকে উপড়েই আপনাদের স্থান হতে চলেছে । বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করতেঁ পেরে আমি অনেক আনন্দিত মনে হচ্ছে।
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। দীঘ দিন যাবত সুনামের সাথে দেশ বি-দেশের শুনামধারী অনেক বায়িং হাউসে ফ্যাশান ডিজাইনার হিসেবে কাজ করে আসছি। এছাড়া আমার নিজের একটা গার্মেন্টস প্রিন্টিং এর ফ্যাক্টরী আছে যা আমি নিজেই পরিচালনা করি।
এছাড়া ও বর্তমানে আমি বাংলা কার্টুন বানাচ্ছি যা আমার YouTube Channel এ নিয়মিত আপলোড করি এবং আমার কাজ সকলের কাছে শেয়ের করে আমি নিজে অনেক আনন্দ পাই। আমি ছবি আকা, কার্টুন বানানো, ট্রাভেল,রান্না করা অনেক পছন্দ করি। নিছে আমার সোশ্যাল অ্যাকিটভিটি কিছু প্লাটফরম শেয়ের করলাম।
#খুজেনিন আমাকে
Youtube
Facebook
Threespeak
Twitter
পরিশেষে সবাইকে ধন্যবাদ ও হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার সম্পর্কে জেনে অনেক ভালো লাগল। এবং আপনার কার্টুন গুলো দেখলাম বেশ ভালো লাগল। আমার বাংলা ব্লগের নিয়মগুলো মেনে চলবেন। আমার বাংলা ব্লগের সাথেই থাকুন। আপনার জন্য শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। আমার বাংলা ব্লগের নিয়মগুলো মেনে চলার জন্য অনেক চেষ্টা করব।আসা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পরামর্শ দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit