হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ধুতরা ফুলের ফটোগ্রাফি।
ধুতরা ফুল গ্রাম অঞ্চলের আনাচে কানাচে অনাদর অবহেলিত ভাবে বেড়ে ওঠে।ধুতরা গাছে অনেক ঔষধি গুণে ভরপুর। ধুতরা ফুল শ্বাসকষ্ট কমানোর জন্য এ গাছের পাতা, ফুল, ফল উপকারী।তোর ব্যথা কমাতে এই ধুতরা পাতার রস সরিষার তেলের সাথে ব্যবহার করলে ব্যাথা কমে।টাক সমস্য দূর করে।এই ধুতরা গাছের ফল ও শিকরে রয়েছে চিকিৎসাবিদ্যা।আধ্যাত্নিত কাজের জন্য ব্যবহত হয়।ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়ে আসছে।শিব ঠাকুরের পছন্দের ফুল এই ধুতরা গাছের ফুল।ধুতরা ফুল শিবকে অর্পণ করল সন্তুষ্ট হয়ে থাকে।
ছোট বেলায় ধুতরা ফুলের ফল দিয়ে খেলা করতাম।ধুতরা ফলে অসংখ্য কাটা থাকে। আমরা হাতে সজোরে আঘাত করতাম বিশেষ কায়দায় এবং হাতের রক্ত বের হতো আর তা দেখে মজা পেতাম। ধুতরা ফুল সাধারণত সাদা কালারের মাইকের মতো হয়ে থাকে আবার কখনো কখনো দেখা যায় একটু হালকা বেগুনি কালার হয় তবে তা কলি থাতা অবস্থায় কিন্তুু ফুল পরিপুষ্ট হওয়ার সাথে সাথে সাদা হয়ে থাকে।
চমৎকার সুন্দর এই ফুল গুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে।
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ধুতরা ফুলের ফটোগ্রাফি। আশা করছি ভালো লাগবে ফটোগ্রাফি গুলো। আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের আবারও দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি ধুতরা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন।আমি যদিও এই ফুল এর আগে অনেক বার দেখেছি কিন্তু আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম এই ফুলের নাম ধুতরা ফুল। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দূর্দান্ত হয়েছে আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং তাঁর পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি গ্রামাঞ্চলে আনাচে-কানাচে অবহেলাতে ধুতরা ফুল সহ কত শতফুল ফুটে থাকতো। বর্তমানে শহরাঞ্চলে তেমন কোন ফুল আনাচে-কানাচি হতে দেখা যায় না। তাই অনেক ফুলই দেখা হয় না। ছোটবেলায় অনেক দেখেছি, আপনার এই পোষ্টির মাধ্যমে আবার ধুতরা ফুলের ফটোগ্রাফি দেখে এবং ফুলের সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/DattaShapla/status/1919403957442802033?t=BdsEF3qAO9qNHk3Nq1GmBg&s=19
https://x.com/DattaShapla/status/1919405405169410172?t=6o03xa0r753eOgFFz8-KZA&s=19
https://x.com/DattaShapla/status/1919408632481087785?t=OkBIUIZIIKzkh8BEb5DpIA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit