এসো নিজে করি - " ক্লে দিয়ে কাঠ গোলাপ ফুল তৈরি "

in hive-129948 •  3 days ago 

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে কাঠ গোলাপ ফুল তৈরিঃ


photocollage_202553203250405.jpg

photocollage_202553205234887.jpg

photocollage_202553205033189.jpg

20250503_201427.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি একটি ডাই ব্লগ।আজ থেকে ডাই ইভেন্ট শুরু হলো।তাই ভাবলাম আজ ক্লে দিয়ে ডাই ব্লগ তৈরি করি।যেমন ভাবনা তেমন কাজ।নিজের পছন্দের একটি ফুল কে আজ ক্লে দিয়ে তৈরি করার চেষ্টা করলাম।আশাকরি ক্লে দিয়ে তৈরি করা আমার কাঠ গোলাপ ফুল আর কলি আপনাদের কাছে ভালো লাগবে।আমার তো কাঠ গোলাপ ফুল ভীষণ পছন্দ।এই ফুলটি আমি যেখানেই দেখি না কেন আমার মধ্যে ভালো লাগা কাজ করে।আপনাদের কাছে এই কাঠ গোলাপ ফুল কেমন লাগে?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।আসুন দেখি এই কাঠ গোলাপ ফুল তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা দেখে নেই---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথ পিক
৩.সবুজ রঙ

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250503_194511.jpg

20250503_194648.jpg

প্রথমে ফুল তৈরি করার জন্য ক্লে গুলো টুকরো টুকরো করে নিলাম।

ধাপ-২


20250503_195534.jpg

এরপর আমি ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।

ধাপ-৩


20250503_195655.jpg

এবার পাপড়ি গুলো একসাথে লাগিয়ে ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৪


20250503_195731.jpg

20250503_195958.jpg

এরপর পাতা তৈরি করে নিলাম।পাতা তৈরি করা হলে ফুলের পেচনে লাগিয়ে নিলাম।

ধাপ-৫


20250503_200107.jpg

20250503_200733.jpg

এরপর টুথ পিক ভেঙে নিয়ে তার মধ্যে সবুজ রঙ করে ফুলের কলি তৈরি করে লাগিয়ে নিলাম।এভাবেই আমার কাঠ গোলাপ ফুল তৈরি করা শেস হলো।কেমন হলো বন্ধুরা???

উপস্থাপনা


photocollage_202553205234887.jpg

photocollage_202553205033189.jpg

20250503_201611.jpg

20250503_201602.jpg

20250503_201427.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

কাঠগোলাপ ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। কাঠগোলাপ অনেকেই পছন্দ করে থাকেন। আপনি তো খুব সুন্দর কাঠগোলাপ ফুল তৈরি করেছেন। ক্লে দিয়ে সকল কাজগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগে। তবে আপুর সাদা এবং হলুদ রঙের মিশ্রণ ফুলটি তৈরি করলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ফুল তৈরি করা সম্পন্ন প্রসেস ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

সত্যিই তাই সাদা কাঠ গোলাপ হলে আরো ভালো হতো।ধন্যবাদ দিদি।

ক্লে দিয়ে কাঠ গোলাপ ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। আপনি দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ আপু।

আপনার ক্লে দিয়ে বানানো কাঠগোলাপ ফুল গুলো নয়নতারা ফুলের মতো হয়েছে আপু তবে দেখতে দারুণ লাগছে।ধাপে ধাপে ফুল বানানো পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর করে কাঠ গোলাপ ফুল তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। কাঠগোলাপ ফুলের পাতা এবং কুড়িও অনেক সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে ক্লে দিয়ে কাঠ গোলাপ ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি কাঠ গোলাপ ফুল আপনি তৈরি করেছেন। কাঠ গোলাপ দেখতে আমার অনেক ভালো লাগে। আর আপনি ও অনেক সুন্দর করে ধাপে ধাপে কাঠগোলাপটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে কাঠ গোলাপ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে আপু।আর সব ফুলের থেকে কাঠ গোলাপ ফুল আমার কাছে একটু বেশি ভালো লাগে।

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

কাঠগোলাপের রংটা যদিও সাদা হয় কিন্তু এটাও খারাপ লাগছে না। ক্লে দিয়ে কাঠগোলাপ টা বেশ অসাধারণ তৈরি করেছেন আপু আপনি। খুবই সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

আজকাল কাঠ গোলাপ গোলাপী ও দেখা যায়। তবে সাদা রঙের কাঠ গোলাপটা একটু বেশী ই সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে মতামত শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে সব সময় সবাই খুবই সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আজকে আপনি যেভাবে এত সুন্দর একটি কাঠগোলাপ তৈরি করেছেন তা দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কাঠগোলাপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগছে৷ একইসাথে এটি তৈরি করার ধাপগুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে৷

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।