শৈশবে আম চুরির ঘটনা||

in hive-129948 •  11 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের মাঝে একটি শৈশব স্মৃতি নিয়ে হাজির হয়েছি। শৈশবের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখনই লিখে আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

শৈশবে আম চুরির ঘটনা:

childhood-6720837_1280.jpg

source


আজকে যখন আমি পোস্ট লিখতে বসেছি তখন হঠাৎ করে শৈশবের একটি ঘটনা মনে পড়ে গেল। আর সেই স্মৃতিটি হল শৈশবে আম চুরির একটি ঘটনা। তখন আমি সম্ভবত ক্লাস এইটে পড়ি। খুব একটা ছোট তেমন টাও নয়। আমার বাসা থেকে যেহেতু স্কুল দূরে ছিল তাই আমি টিফিন নিয়ে যেতাম আর ক্লাস এইটে যেহেতু পড়াশোনায় অনেক চাপ ছিল তাই সবাই খাবার নিয়ে যেত এবং আমরা সকালে যেতাম রাতে বাড়ি ফিরতাম। এভাবেই চলছিল পড়াশোনা। গ্রীষ্মকালে যখন স্কুল ছুটি দিয়ে দিয়েছিল তখনও আমাদের কোচিং ক্লাস চালু ছিল। যেহেতু ক্লাস এইটে পড়াশোনার অনেক চাপ ছিল তাই আমাদের কোচিং বন্ধ দেয়নি।

যখন আম কাঁঠালের সময় আসে তখন গ্রামের গাছপালা গুলো আম কাঁঠালে ভরে ওঠে। কাঁঠাল খুব একটা খাওয়া হয় না। তবে আম খেতে ভালোই লাগে। আর যখন বন্ধু-বান্ধবরা একসাথে হওয়া যায় তখন অনেক রকমের দুষ্ট বুদ্ধি মাথায় আসে। আমাদের স্কুলের মাঠে অনেকগুলো আমগাছ ছিল। আম গাছ অনেক বড় ছিল। তাই কেউ আম গাছে ওঠার সাহস পাচ্ছিল না। এরপর স্যারের ভয় তো আছেই।

আমার এক বন্ধু সাহস করে বলে ফেলল সে গাছে উঠবে কিন্তু তাকে ভাগে বেশি আম দিতে হবে। আমরা বললাম আগে ওঠ তারপর দেখা যাবে। খুব সম্ভবত তখন স্যার বাড়িতে গিয়েছিলেন। যেহেতু স্যার আসতে দেরি হচ্ছিল সেই ফাঁকে আমরা আম পারার জন্য গিয়েছিলাম। আমার সেই বন্ধুটি ধীরে ধীরে গাছে উঠে পড়ল। গাছে উঠেই সে আম পারা শুরু করলো। প্রথমে তো গাছে বসে বসে আম খাচ্ছিল। এরপর সবাই যখন নিচে থেকে বলতে লাগলো তখন কয়েকটা আম নিচে ফেলে দিল।

সে যখন আম নিচে ফেলছিল তখন হঠাৎ করেই পেছন থেকে স্যার এসে হাজির। যে যার মত করে আম রেখেই দৌড়। সবাই ক্লাসে চলে গিয়েছিল। কিন্তু যেই ছেলেটি গাছে উঠেছিল সে পড়ে গেছিল মহাবিপদে। কারণ সে তখনও জানতো না স্যার এসেছে। আর কেউ কিছু বলতেও পারছিল না। সে তো মনের আনন্দে আম সংগ্রহ করেই যাচ্ছিল। আর স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর হঠাৎ করে যখন সে নিজে নামার জন্য প্রস্তুতি নেয় তখন স্যারকে দেখে একদম হতভাগ হয়ে গিয়েছিল। কারণ সে বুঝতে পারছিল না উপরেই থাকবে নাকি নিচে নামবে। ভীষণ বিপদে পড়ে গিয়েছিল। নিচে নামলে স্যারের মাইর খেতে হবে আর উপরে কতক্ষণ থাকবে সেটাই জানেনা। এই মজার ঘটনাটি এখনো আমার মাঝে মাঝে মনে পড়ে যায়।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.02491681993794 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

  ·  11 days ago 

@tipu curate

শৈশব জীবনের গল্প বলে শেষ করা যায় না। আসলে শৈশবের স্মৃতি অনেক মধুর হয়। আপনারা তো দেখেছি সবাই অনেক চালাক বন্ধুকে বিপদে রেখে সবাই চলে আসলেন সত্যি এমন ঘটনা কখনো ভুলা যায় না। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

শৈশবের দিনগুলো অনেক আনন্দে কেটেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আর আনন্দ করতে ভালো লেগেছে।

ভাইয়া আপনার আম চুরি করার ঘটনা পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো।আসলে আমরা ছোট বেলায় এইরকম অনেক মজা করতাম এবং বন্ধু বান্ধবের সঙ্গে এরকম আম চুরি করতে ভীষণ ভালো লাগে।আপনার আম চুরি করার ঘটনা পড়ে আমার শৈশব কালের কথা মনে পড়ে গেলো।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ছোটবেলার ঘটনা মনে পড়লে এখনো অনেক ভালো লাগে। শৈশবের দিনগুলো অনেক আনন্দে কেটেছে