রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  4 months ago 


আসসালামু আলাইকুম



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে খুব সুন্দর একটি রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো গ্রামীণ পরিবেশের সৌন্দর্য নিয়ে সাজানো। আশা করবো আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

img_1735752789947.jpg

Photo editing by Infinix Mobile gallery app




প্রথমে আপনারা যে সুন্দর ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন, এটা ছিল করল্লা সবজির ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টা অনেকদিন আগে আমাদের সবজি বাগান থেকে ধারণ করেছিলাম। সবজি বাগানে অনেক সুন্দর ভাবে করোল্লা ধরেছিল। এই দেখে আমি ফটো ধারণ করেছিলাম। করোল্লা দেখতে অনেক সুন্দর একটি সবজি।

IMG_20231016_062819_130.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন করল্লা গাছের মধ্যেই বিদেশী কলমি ফুল। এ জাতীয় ফুল গুলো আমার কাছে খুবই ভালো লাগে। একদম সাদা। দেখতে বড়ই প্রাণবন্ত। কোন স্থানে যদি এমন সুন্দর ফুল ফুটে থাকে, দূর থেকে বেশ দেখা যায়।

IMG_20231026_083259_137.jpg


এখানে আপনারা দেখছেন একটি কলাগাছে অনেক সুন্দর কলা ধরে রয়েছে। কলা গাছগুলোতে যখন এমন কলা ধরে থাকে এগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো পাকা জাতের কলা। এই কলা গুলো পাকিয়ে খাওয়া যায়। এটা সম্ভবত বাইশ সরি কলাগাছ।

IMG_20240229_152733_6.jpg


পুকুরে মাছের খাবার খাওয়া দেখার মুহূর্তে ফটো ধারণ। এগুলো ছোট ছোট পাঙ্গাস মাছের বাচ্চা। এই মাছগুলো যখন খাবার খায় দেখতে তখন ঠিক এমনটাই লাগে। মনে হয় যেন মাছের স্তূপ। পানির উপরে ভাসমান মাছগুলো খাবার খাওয়াই ব্যস্ত।

IMG_20240824_074946_5.jpg


এটা কৃষকদের বিশ্রাম নেওয়ার জন্য একটি স্থান। এখানে অনেকে নামাজ পড়েন। আবার বৃষ্টির দিন মানুষে আশ্রয় নিতে পারেন। এটা আমার আম্মার গ্রামের তিন রাস্তার মাঝখানে সুন্দর একটি লোকেশন। এখানে পানি পান করার জন্য একটি টিউবওয়েল রয়েছে।

IMG_20241110_164357_204.jpg


পাশাপাশি দুইটা মিষ্টি কুমড়া। দেখে মনে হচ্ছিল যেন তারা দুইজন গল্প করছে। ফটো ধারণ করার মুহূর্তে বেশ ভালো লাগছিল তাদের এমন পাশাপাশি মুখোমুখি অবস্থা দেখে। অনেক অনেক সুন্দর ভাবে প্রকৃতির মাঝে বেড়ে উঠছে কুমড়া দুইটা।

IMG_20241110_162627_3.jpg


এগুলা সম্ভবত ফুলকপি অথবা বাঁধাকপি গাছ। আমি অবশ্য হত ধারণ করা মুহূর্তে বুঝতে পারি নাই এগুলো কোন কপি হতে পারে। এরমধ্যে তেমন বেশি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তবে ফসলের মাঠে এমন সুন্দর সুন্দর সবজি গুলো ভালো লাগে দেখতে।

IMG_20241110_163109_4.jpg


এখানে একটি বটগাছের পাশেই রয়েছে সুন্দর মটর ঘর। আমরা বাড়ি থেকে ঘুরতে গেছিলাম এই স্থানে। স্থানটা মায়ের বাসা থেকে বেশ অনেকটা দূরে। মোটরসাইকেলে ভ্রমণ করতে গিয়ে ঠিক এমনই বেশ কিছু জায়গার সুন্দর সুন্দর ফটো ধারণ করেছিলাম। পড়ন্ত বিকেলে গাছের ছায়া যেন অনেক বড় মনে হচ্ছিল।

IMG_20241110_161416_741.jpg

Camera: infinix mobile

Source


পোস্ট সংক্রান্ত তথ্য


ক্যাটাগরিRandom photography
ফটোগ্রাফি ডিভাইসঅ্যান্ড্রয়েড মোবাইল
মোবাইলinfinix mobile
What3words locationমেহেরপুর
ক্রেডিটSimransumon
দেশবাংলাদেশ


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyVUVUB9zP9fbbwhZZLcosDYcEa83Lt5D27DhnwTLHze5DsSthwKddRsCb82xptNjNWzhSvhyp3ShNvja...Z6ARuWwfY6J6xct8hSEYrP54kRaGFBTsKrnqmn4Bx9zAsp58P6TFXf47sNUHFQ6BeHqhYuwsDUtfJ8zzg455YueE9KAteNbQKJpmJwhafJ26xMsnBZwqjCBTw4.png


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


wi6rCbobbmnWS5hGxL7z2RmVtugAdUXcTK9RTFcgCagoC6JPS9wMp5ZLkz2qvNEB3q33zxHSUoF6qziRRN3ZLHy9kxqV5kpqbZxXA9XwKz7kNCxEJFbUx2FKoqumfD...YVwYru9BYjWknLjpRDzY4TYs3whhbW8Jv6tYFg3bq9mKneqZWGnB9AiTMPczMaAvwncddWA5LFfPapLT2j2VzwcfnnA5mL6pEqx16oLJJWRZzykNvfzQJiLani.png


2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আপনার কলমি ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ

ভিন্ন ভিন্ন ফটোগ্রাফির সমন্বয়ে চমৎকার একটি অ্যালবাম সাজিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যেই ভিন্ন ভিন্ন দৃশ্য ফুটে উঠেছে যা দেখেই অত্যন্ত ভালো লাগলো। পুকুরে মাছের খাবার খাওয়ার দৃশ্যটা দারুন ছিল। বাকি ফটোগ্রাফি গুলি ও চমৎকার ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আজ আপনি আমাদের মাঝে রেনডম টাইপের দারুন দারুন কতগুলো গ্রাম বাংলার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে গ্রাম বাংলার ফটোগ্রাফি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এবং আপনি বিভিন্ন ধরনের সবজিরও ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ভালো লাগলো সুন্দর এই পোস্ট দেখে। এখানে প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা অনেক সুন্দর সুন্দর চিত্র দেখতে পারলাম। অনেক ভালো লেগেছে বিশ্রাম নেওয়ার স্থান টা দেখে।

আপনি দেখতেছি গ্রামীণ সৌন্দর্য দিয়ে চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে অসাধারণ হয়। অসাধারণ রেনডম ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।

এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন ‌ আপনার ধারণ করা কলা সহ কলা গাছের ফটোগ্রাফি টা দারুন হয়েছে। পানির মধ্যে মাছ গুলো দেখতেও ভীষণ ভালো লাগছে।। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।