আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
বর্তমান যুগে শিক্ষা অর্জন মানুষের জন্য এক অপরিহার্য বিষয়। কিন্তু প্রশ্ন হলো, শুধুই কি সার্টিফিকেট বা ডিগ্রিই একজন মানুষকে প্রকৃত শিক্ষিত করে তোলে? বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখা যায়, অনেক উচ্চশিক্ষিত মানুষ নানান রকম অপকর্মে জড়িত। দুর্নীতি, অন্যায়, অন্যের অধিকার হরণ এই সব অপরাধে অনেক সময় নামীদামী ডিগ্রি ধারীরা জড়িত থাকে। এতে প্রমাণ হয়, শুধু বইয়ের শিক্ষায় মানুষ ‘ভালো’ হয় না; ভালো মানুষ হতে প্রয়োজন নৈতিকতা, মানবতা এবং সততার চর্চা।
আমাদের সমাজে আজও সার্টিফিকেটকে সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে দেখা হয়। কে কত বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, কে কত ভালো রেজাল্ট করেছে এই নিয়ে মাতামাতির শেষ নেই। কিন্তু খুব কম মানুষই ভাবে, সেই মানুষটি কেমন চরিত্রের, তার মধ্যে কতটা সততা আছে, মানবিকতা আছে কিনা, বা সে সমাজের জন্য কতটা উপকারী। অথচ এই গুণগুলোর গুরুত্ব বইয়ের চেয়েও অনেক বেশি। কারণ একজন নৈতিক মানুষ কখনোই অন্যায় কাজে জড়াবে না, বরং সমাজকে সুন্দর ও উন্নত করতে কাজ করবে।একজন প্রকৃত শিক্ষিত মানুষ শুধু নিজের স্বার্থের পেছনে ছোটে না; সে সমাজ, দেশ ও জাতির কল্যাণের কথা ভাবে। তার মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা ও বিচারবুদ্ধির সঠিক ব্যবহার থাকে। সে জানে কোন কাজটা সঠিক, আর কোনটা অন্যায়। অন্যদিকে, যদি শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেটে সীমাবদ্ধ থাকে, তাহলে তা দিয়ে উন্নত দেশ বা জাতি গড়া সম্ভব নয়।ভালো মানুষ গড়ার জন্য প্রয়োজন পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় নৈতিক শিক্ষার চর্চা। শিশুদের ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায় বোঝানোর শিক্ষা দিতে হবে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চরিত্র গঠনের প্রচেষ্টাও থাকা উচিত। তেমনি সমাজকেও দায়িত্ব নিতে হবে ভালো মানুষকে সম্মান দেওয়া, দুর্নীতিবাজদের বর্জন করা।সবশেষে বলতেই হয়, আমাদের দেশের উন্নতির জন্য প্রয়োজন নৈতিক গুণে গুণান্বিত, সততা ও মানবিকতায় পরিপূর্ণ ভালো মানুষ। উচ্চ শিক্ষা অবশ্যই দরকার, কিন্তু তা হতে হবে নৈতিকতা আর আদর্শচেতনায় পরিপূর্ণ। একমাত্র তখনই গড়ে উঠবে এক সুন্দর, শান্তিপূর্ণ এবং আদর্শ সমাজ ও দেশ।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ক্যামেরা.মডেল | note9 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
---|
https://x.com/JannatulF57996/status/1919438232812441727?t=U4rSMZySDcJ6ZUcV9Ipntw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। সত্যিই, আজকাল শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনই একজন মানুষের প্রকৃত শিক্ষা বা মূল্যবোধের পরিমাপ হতে পারে না। একটি সমাজে সফলতা শুধু শিক্ষা বা জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই জ্ঞানকে নৈতিকতার মাধ্যমে সঠিকভাবে প্রয়োগ করা সবচেয়ে বড় শিক্ষা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Task
https://x.com/JannatulF57996/status/1919439122428789252?t=XeELL8w8Y5R5LU5ULt0n1w&s=19
https://x.com/JannatulF57996/status/1919440495199322585?t=bMzceiz2Y2vKm-GFNhLo2g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু উচ্চশিক্ষা চেয়ে ভালো মানুষ হওয়া বেশি জরুরি। বর্তমানে ডিগ্রি এবং পড়ালেখা নিয়ে মানুষ বেশি ভাবে। তবে ভালো মানুষ হওয়ার বিষয় নিয়ে ভাবেনা। এই সমাজ এবং পৃথিবীর সাই ভালো মানুষ। আর একজন ভালো মানুষ পারে সমাজকে আলোকিত করতে। এবং দুর্নীতিবাজ খারাপ লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তবে ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit