আর্ট :- ছোট্ট একটি কাঠের টুকরোর উপরে পেইন্টিং।

in hive-129948 •  14 days ago 

IMG-20241109-WA0109.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ছোট্ট একটি কাঠের টুকরোর উপরে পেইন্টিং করলাম।

প্রতিনিয়ত নতুন কিভাবে পেইন্টিং করা যায় এটা নিয়ে ভাবতে থাকি। হঠাৎ করে দেখলাম ঘরে ছোট্ট একটা কাঠের টুকরো। কাঠের টুকরা টা দেখে আমি ভাবলাম এটাতে পেইন্টিং করবো। আমার কাছে মনে হয়েছিল এটাতে পেইন্টিং করতে পারবো। তবে এটা কিন্তু খুবই ছোট ছিল। পেইন্টিং করতে অনেক বেশি কষ্ট হয়েছে। কারণ এত ছোট জিনিসে পেইন্টিং করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় এবং পরিশ্রমও হয়। কিন্তু পেইন্টিং টা শেষ করার পর আমার কাছে দারুণ লেগেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0111.jpg

আঁকার উপকরণ

• কাঠের টুকরো
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG20240509085748.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ছোট কাঠের টুকরো নিলাম। এরপর আমি এই টুকরোর মধ্যে আকাশী কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20250328-WA0026.jpg

ধাপ - ২ :

এরপরে আমি উপরের অংশে সাদা কালার দিয়ে একটা সূর্য এঁকে দিলাম।

IMG-20250328-WA0027.jpg

ধাপ - ৩ :

এরপর আমি সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে নিচের অংশে কিছু ঘাস এঁকে দিলাম।

IMG-20250328-WA0028.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি সবুজ কালার দিয়ে ঘাসগুলোকে আরো একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20250328-WA0029.jpg

ধাপ - ৫ :

এরপর আমি হালকা গোলাপি কালার দিয়ে কয়েকটা ফুল এঁকে নিলাম।

IMG-20250328-WA0030.jpg

ধাপ - ৬ :

এরপরে গারো কালার দিয়ে ফুলগুলোর উপরের অংশটা একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20250328-WA0031.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0124.jpg

IMG-20241109-WA0111.jpg

IMG-20241109-WA0109.jpg

IMG-20241109-WA0110.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি ছোট্ট একটি কাঠের টুকরোর উপর চমৎকার পেইন্টিং করেছেন। আর আপনার পেইন্টিং দেখে বোঝা যাচ্ছে ছোট কাঠের টুকরোর উপর পেইন্টিং করতে অনেক কষ্ট হয়েছে। তবে আপনার কাঠের টুকরোর উপর পেইন্টিং ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাঠের টুকরোর উপর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন।

ঠিক বলেছেন, এই পেইন্টিং টা সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে।

Screenshot_2025-04-22-10-21-59-02_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Screenshot_2025-04-22-10-24-38-45_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

বুঝতে পারছি আপনার চমৎকার সুন্দর পেইন্টিং দেখে যে আপনি অনেকটা কষ্ট করেছেন ছোট কাঠের পেইন্টিং টি করতে।দারুণ পেইন্টিং করেছেন আপনি।খুবই সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ অনেক কষ্ট করে পেইন্টিং টি করেছি।

ছোট কাঠের টুকরার উপরে খুব সুন্দর ভাবে পেইন্টিং করেছেন আপু। এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। যদিও এই ধরনের জিনিসের উপর পেইন্টিং করা খুব একটা সহজ কাজ নয়। তবুও আপনি সুন্দরভাবে পেইন্টিং টি উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এত সুন্দর একটা পেইন্টিং করতে পেরে ভালো লাগছে।

এক টুকরো কাঠের উপর যেন এক টুকরো ভালোবাসা ফুটে তুলেছেন। ছোট্ট এক কাঠের উপর রং তুলি দিয়ে অসম্ভব সুন্দর ফুলের পেইন্টিং ফুটে তুলেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের মাঝে প্রতিনিয়ত এসব দুর্দান্ত কাজ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আমার করা পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

ছোট্ট এক টুকরো কাঠের উপর দারুন পেইন্টিং করেছেন আপু। আপনার পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। অসাধারণ হয়েছে দেখতে। কালার কম্বিনেশন দারুন হয়েছে।

এই পেইন্টিং টা দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

ছোট্ট একটি কাঠের টুকরোতে আপনি আজকের পেইন্টিং করেছেন। পেইন্টিং করার পরে মনে হচ্ছে না যে এটি ছোট্ট একটি টুকরো কাঠে করা হয়েছে। চমৎকার হয়েছে আপনার আজকের পেইন্টিং টি। আপনার দক্ষতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার কাছে অনেক ভালো লাগে এরকম পেইন্টিং গুলো করতে।

Screenshot_2025-04-22-21-28-10-29_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-22-21-32-10-25_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-22-21-35-21-26_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-22-21-38-51-99_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-04-22-21-42-56-99_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

এই ধরনের আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ছোট কাঠের টুকরোর উপর অসাধারণ একটি পেইন্টিং করেছেন। তবে আমি নিজেও সময় পেলে এ ধরনের পেইন্টিং গুলো করার চেষ্টা করি। এবং আপনার এই পেইন্টিং যদি কাউকে গিফট করেন কিন্তু সে অনেক খুশি হবে। ভালো লাগলো আপনার কাঠের টুকরোর উপর পেইন্টিং টি দেখে।

পেইন্টিং করার জন্য আরো বেশি উৎসাহিত হলাম আপনার সুন্দর মন্তব্য পেয়ে।

ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে খুব সুন্দর একটা দৃশ্যের পেইন্টিং করেছেন। কাঠের উপর কখনো পেইন্টিং করা হয়নি। দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশন টা খুবই চমৎকার ছিল। ফুল এবং সূর্যটাও খুব চমৎকার লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

কাঠের টুকরোয় এই পেইন্টিংটা করায় খুব ভালো লেগেছিল আমার কাছে।