হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কালীপুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো এরপরে আমরা গিয়েছিলাম জাগৃতি সংঘ নামের একটি ক্লাবের পুজো দেখতে। প্রতিবছর এই ক্লাবের পুজো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, এই ক্লাবের পুজোটা আসলে অনেক ভালো হয়ে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের থিমের আয়োজন করে থাকে। এই বছর তাদের আসলে থিম কি ছিল, সেটা। অনেকগুলোর থিম মনে রাখাও একটা জটিল। তো যাইহোক, আমরা বাইক পার্কিং করে সামনের দিকে চলে গিয়েছিলাম অর্থাৎ গেটের দিকে। এখানে এই বছর তারা বাঁশ, দড়ি, চটা ইত্যাদি নানা ধরণের বিষয়কে কেন্দ্র করে নিয়ে এই প্যান্ডেলের ডিজাইন করেছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই প্যান্ডেলের ডিজাইনটা একদম অন্যরকম হয়েছে। এই ডিজাইনে সামনের দিকে ছবিতে সিম্পিল মতো দেখতে লাগলেও আসলে সরাসরি অসাধারণ লাগছিলো দেখতে। লাইটিংগুলো দিয়েছিলো ভালো সবজায়গায়। কিছু কিছু ডিজাইনের সম্মুখে আপনারা দেখলে বুঝতে পারবেন যে, এখানে মাইকের থিমের মতো দেখতেও কিছু কিছু ডিজাইন করা। এইগুলোর মাধ্যমে সাধারণকে অসাধারণ করে তোলে আর দেখতেও অনেক সৌন্দর্যপূর্ণ লাগে। কিছু কিছু পাখার মতো ডিজাইনও আছে, আসলে এক্সাক্টলি এইগুলো পাখা না, তবে কিছুটা ওইরকম দেখতে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের সামনের ডিজাইনটা তো ছিল বেশ কারুকার্যের মাধ্যমে সম্পন্ন করা।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
তবে এর ভিতরে ডিজাইন আরো কালারফুল আর দারুন সৌন্দর্যপূর্ণ ছিল, চোখ আটকে যাওয়ার মতো প্রতিটা ডিজাইনে। এখানে তারা কিছু ডিজাইনে ফানুস আকৃতির মতো বিষয় তৈরি করেছে, যা ঝুলন্ত অবস্থায় আছে। এর ভিতরে ছোট ছোট একধরণের হলুদ কালারের লাইট ব্যবহার করেছে, ফলে দেখতেও সারিবদ্ধভাবে একপ্রকার অনেক সুন্দর লাগছে। এরপর বাঁশের চটার মাধ্যমে এমন কিছু বিষয় তৈরি করা, যা কিছুটা পাখির মতো আবার কিছুটা ড্রাগন এর মতো দেখতে লাগছে। এইগুলোতে কাপড় বা অন্য কিছু দিয়ে আরো কিছু ডিজাইনে ফুটিয়ে তুলতে পারতো, তবে এইগুলো একটা আলাদা ইউনিক ডিজাইনের মাধ্যমে পরিবেশন করেছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এছাড়া ঘরে যেমন ফলসেলিং এর মতো থাকে, এখানে বিষয়টাও অনেকটা লাইটিং এর মাধ্যমে সেইরকম তুলে ধরার চেষ্টা করেছিল। মাঝখানে একদম সম্পূর্ণ নতুন কিছু দৃশ্য প্রতিফলিত করার চেষ্টা করেছিল, মূলত দেখতে অসাধারণ লাগছিলো এই ডিজাইনে। এইরকম নানাপ্রকারে কিছু কিছু আনকমন বিষয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। এরপর আমরা মায়ের মূর্তির কাছে চলে গিয়েছিলাম। মায়ের মূর্তিটা অনেক সুন্দর করে তৈরি করেছিল। ব্যাকগ্রাউন্ড কালারের কারণে আরো ভালোভাবে ফুটে উঠেছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে মাঠের ভিতরে চলে এসেছিলাম।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই মাঠটি অনেক বড়ো আর এখানে বড়ো করে মেলা বসে থাকে। এই মেলায় বিভিন্ন ধরণের জিনিস উঠেও থাকে। স্পেশাল যেটা থাকে সেটা হলো মালাই চা আর আমাদের সবথেকে প্রিয় খাবার হলো মকটেল। আমরা মেলায় গেলে আগে এই জিনিসটা খেতে বেশি পছন্দ করি। তবে এইটা খেলে জলের পিপাসা লাগে আরো বেশি। তো যাইহোক, মেলার মধ্যে আমরা সবাই মিলে একটু আনন্দফুর্তি করে বেরিয়ে এসেছিলাম অন্য আরেক গন্তব্যের উদ্দেশ্যে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit