কলাবতী বা সর্বজয়া ফুলের ছবি।

in hive-144064 •  yesterday 

হ্যালো বন্ধুরা
কেমন আছো সবাই, আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এসেছি। আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর কিছু ছবি শেয়ার করবো। আমি ছবি তুলতে খুব ভালোবাসি। তাই আমি সবসময় সুন্দর ছবি তোলার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ছবি তুলতে আমার খুব ভালো লাগে। আমি অনেক সুন্দর ছবি তুলেছি। আশা করি আমার ছবি তোমাদের খুব ভালো লাগবে।

center>

1000073735.jpg

IMG20240530093448.jpg

কলাবতী বা সর্বজয়া ফুল আমাদের সকলের কাছে খুবই পরিচিত একটি ফুল। এই ফুলগুলিকে কলাবতী ফুল বলা হয়। এই ফুলগুলি আমাদের সকলের কাছে খুবই পরিচিত ফুল। এই ফুলগুলি আমাদের দেশের সর্বত্র দেখা যায়। কলাবতী ফুল দেখতে খুবই সুন্দর। কলাবতী ফুল সারা বছরই ফোটে। এই ফুলগুলি অনেক রঙে পাওয়া যায়। সাধারণত কলাবতী ফুল লাল, বাদামী, হলুদ এবং অনেক মিশ্র রঙে পাওয়া যায়। এই বৈচিত্র্যময় ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ। আমি সব ধরণের কলাবতী ফুল দেখতে ভালোবাসি। কলাবতী ফুলের পাপড়ির গঠন খুবই অসাধারণ। কলাবতী ফুলের সৌন্দর্য আমার কাছে সত্যিই অসাধারণ মনে হয়। বলতে গেলে, কলাবতী ফুলের অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এই ফুলগুলি তাদের অসাধারণ সৌন্দর্যের জন্য সকলের কাছে খুবই জনপ্রিয়।

IMG20240530093433.jpg

IMG20240530093344.jpg

পোস্টের বিবরণ :-

বিভাগফটোগ্রাফি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
অবস্থানফেনী, বাংলাদেশ

আপনারা সবাই ভালো থাকুন। তোমাদের সকলকে আমার ভালোবাসা এবং অভিনন্দন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.