Better life with steem. The dairy game.03/05/2025. My relax day.

in hive-170554 •  5 days ago 
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভাবে কাটল তা আপনাদের সাথে শেয়ার করব। আমি সকালে ঘুম থেকে উঠে। দাঁত ব্রাশ করে। সকালের খাবার খেয়ে। একটু বসে থাকি। ![Screenshot_2025-05-03-18-24-33-317_com.dts.freefireth.jpg]() তারপর অনেকক্ষণ সময় আমি ভিডিও গেম খেলি। ভিডিও গেম খেলতে খেলতে যখন বোরিং হয়। তখন অনেকক্ষণ সময় আমি বিশ্রাম করি। তারপর আমি আমার সংসারের কিছু কাজ করি। আমাদের জমিতে মরিচের চাষ করা হয়েছে। আমি কিছুক্ষণ পর আমাদের জমিতে যাই। এবং মরিচের খেত দেখি। খেতে দেখতে পাই মরিচের ভিত্রে মাজরা পোকা ধরেছে।

LMC_20250503_173903_Radial Blur 🔥 by Light Editz.jpg
তারপর বাসাতে একটু রিলাক্স করে। আমাদের বাসার সামনে রাস্তার দিকে রওনা দেই। রাস্তার দিকে আসতেই দেখতে পাই। কৃষক তার মাঠের ফসল ঘোড়ার গাড়ি করে বাসায় নিয়ে যাচ্ছে। হঠাৎ একটি গাড়ির চাকা ফুটো হয়ে যায়। তারপর কৃষক অনেক অসহায় হয়ে পড়ে।তারপর আমি দেখে আমার বন্ধুদের সাথে নিয়ে বস্তাগুলো নামিয়ে দিলাম ।এবং কি তাদের কাজে সাহায্য সহযোগিতা করলাম । তারপর আরেকটা গাড়ি ডাক দেয় এনে। বস্তা গুলো ওই গাড়িতে তুলে দিলাম।
Raju20250503_180737_Vivid Human Portrait By Light Editz.PORTRAIT.jpg

তারপর আমরা সকলেই মিলে রাস্তার দিকে আসলাম। এসে অনেকক্ষণ যাবৎ বসে থাকলাম এবং গল্প আলাপ করলাম। আমরা অনেকক্ষণ যাবৎ হাসাহাসি এবং মারামারি করলাম। তারপর রাস্তা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম। তারপর পাঁচ দশ মিনিট হাটাহাটি করার পর। একটি অটোতে উঠে বাজারের দিকে রওনা হলাম।
IMG_20250503_175958.jpg

বাজারে পৌঁছাতে আমাদের প্রায় ১৫ মিনিট সময় লাগলো। এই সময়ের মাঝখানে অটোওয়ালার সঙ্গে একটু গল্প করলাম। অবশেষে গল্প করতে করতে 15 মিনিট পর বাজারে পৌঁছালাম। তারপর বাজারের প্রয়োজনীয় কাজ করে। বাজার দে একটু ঘুরাঘুরি করলাম। তারপর একটি চায়ের দোকানে যেয়ে। দুজনে মিলে দু কাপ চা খেলাম।
Messenger_creation_D6FA23DD-9F37-480F-AA4D-A942C815909F.jpeg

তারপর হোটেলে গিয়ে হালকা পাতলা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করে বিলটা ক্লিয়ার করে বাড়ির দিকে চলে আসলাম। তারপর বাসায় এসে। একটু ফ্রেশ হয়ে রুমে যেয়ে একটু ফেসবুক চালালাম। তারপরে সন্ধ্যার সময় আবার একটু রাস্তায় গেলাম। সন্ধ্যার সময় সবাই কাজ শেষ করে রাস্তায় আড্ডা দেই। আমাদের গ্রামে সন্ধ্যা বেলার রাস্তা অনেক জনপ্রিয়। কারণ, সন্ধ্যায় অনেক লোক দূর থেকে সময় কাটানোর জন্য আমাদের গ্রামে আসে।

Raju20250503_180857_Vivid Human Portrait By Light Editz.PORTRAIT.jpg

আজকের দিনটি অনেক ভালো কাটলো।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি ।সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য সকলকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিস্কর্ড সার্ভারে জয়েন হতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Faspiyaree
Verified Userx
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI >5x
Club StatusNewcomer
Period2025-05-03

Thank you brother for such a nice comment. Please support me. I hope I will try to give something better.

MashaAllah brother, a very nice diary post. Playing games, visiting the fields, helping farmers, going to the market—everything is written so beautifully. Especially, your helping mentality is really admirable. Every picture and writing style of the post was very interesting. I want to see more posts like this from you, InshaAllah. May Allah have mercy on you, stay healthy, stay well.

Brother, thank you for such a nice comment.