বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।
আমাদের চারপাশে এমন অনেক ফুল আছে যে ফুলগলো দেখতে একই তবে তাদের রয়েছে বাহারি রং এই বাহারি রঙের জন্য ফুল গুলো দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে অনেক বেশি। একটি ফুলের অনেকগুলো রং যখন একটি বাগানের রোপন করা হয় তখন এই ফুল গাছগুলো দেখতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সবার মাঝে বাহারি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।
চন্দ্রমল্লিকা ফুল
চন্দ্রমল্লিকা খুবই চমৎকার একটি ফুল এই ফুলটি দেখতে কমন সুন্দর। আমার তোলা এই ছবিতে কয়েকটি রংয়ের চন্দ্রমল্লিকা ফুল রয়েছে শুধু এই রং নয় আরো অনেক রকমের চন্দ্রমল্লিকা ফুল দেখা যায়। চন্দ্রমল্লিকা ফুল দেখতে অনেকটা সুন্দর কারণ এই ফুলের পাপড়িগুলো অনেক থাকে যার কারনে ফুলটি দেখতে বেশ ভালো লাগে।
গোলাপ ফুল
গোলাপ ফুল যা সবারই পছন্দের একটি ফুল এই ফুলের সৌন্দর্যের কথা যায় বলবো তা শেষ হওয়ার নয় তবে সবথেকে ভালো লাগার দিকে হলো ফুলের বাহারি রং। গোলাপ ফুল রয়েছে অনেক রং তার মধ্যে লাল গোলাপ একটু বেশি দেখা গেলেও এক বর্তমানে এখন সব রকমের গোলাপ ফুলে খুব সহজে পাওয়া যায় আমার তোলা এই ছবিতে লাল, সাদা ,গোলাপি ও হলুদ রঙের গোলাপ ফুল দেখা যাচ্ছে তবে এ রং ছাড়াও আরো নানারকমের গোলাপ ফুল দেখা যায়।
পিটুনিয়া ফুল
পিটুনিও খুবই মিষ্টি একটি ফুল এই ফুল গাছগুলো সুন্দর্যের মূল কারণ হলো এই ফুল গাছগুলো আকারে ছোট হওয়ার কারণে যে কোন জায়গাতে খুব সহজে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় যার কারণে ফুলের সৌন্দর্য খুব সহজে উপভোগ করা যায়। বিশেষ করে ঘরের ভিতরে নানা রঙের পিটুনি ও ফুল গাছ একসাথে টবের ভিতরে রোপন করলে এই ফুলগুলো ফুটে ঘরের সৌন্দর্য টাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলবে। আমার কিন্তু পিটুনিয়া নিয়ে ফুল গাছগুলো বেশ ভালো লাগে।
ডায়ান্থাস ফুল
ডায়ান্থাস এই ফুল গুলোর নামটি আমার আগে জানা ছিল না তবে এই ফুলের নামটি শুনতে আমার কাছে একটু অন্যরকম শোনায় তবে নামটি যেমনই হোক না কেন ফুলগুলো কিন্তু দেখতে দারুন। ছোট ছোট ফুল চারপাশে মনে হয় অনেকগুলো কাটা তবে ফুলের সৌন্দর্য টা অনেক বেশি। এই ফুল গাছগুলোর রোপন করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প কিছু জায়গার ভিতরে নানা রঙের ডায়ানথাক ফুলগাছ রোপন করে পরিবেশটাকে সুন্দর করে তোলা যায় ।
তো বন্ধুরা , আজকে আপনাদের সবার মাঝে আমার তোলা কিছু বাহারি রঙের চমৎকার ফুলের ফটোগ্রাফি তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু বাহারি রঙ্গে ফুলের ফটোগ্রাফি করেছেন আসলে ফুল আমরা অনেক বেশি ভালোবাসি এবং এমন কিছু ফুল আছে যে ফুল সেই ফুলগুলোর সাথে আমরা পরিচিত কিন্তু ফুলগুলোর নাম জানিনা এই ফুল গুলোর ভিতরে একটা ফুল আমি নাম জানতাম না কিন্তু আপনার পোস্টটি পড়ে সে ফুলটার নাম আজকে আমি জেনে গেলাম পিটুনিয়া ফুল অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো এই সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit